November 18, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, November 18th, 2025, 7:28 pm

ডামুডায় খেলাফত মজলিসের অফিস শুভ উদ্বোধন

ডামুড্যা (শরীয়তপুর ):

শরীয়তপুর জেলায় ডামুড্যা উপজেলায় বাংলাদেশ খেলাফত মজলিস এর নতুন অফিস উদ্বোধনের করা হয়েছে। ১৮ই অক্টোবর মঙ্গলবার সকাল ১০ ঘটিকার সময় পৌরসভার রিসি বাড়ি তুলা তলা মেইন রোডের পাশে এই অফিস উদ্বোধন করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস শরীয়তপুর জেলার সভাপতি মাওলানা সাব্বির আহমদ ওসমানী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মোঃ দবির হোসেন শেখ অনুষ্ঠান সঞ্চালনা করেন মাওলানা মুফতি শিহাব উদ্দিন  ফয়েজী, প্রধান অতিথি বলেন কোরআন ও সুন্নাহর আলোকে একটি ইসলামিক সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করার বিশেষভাবে খিলাফতের আদর্শ অনুযায়ী দাওয়াত সংগঠন প্রশিক্ষণ ও গণআন্দোলনের মাধ্যমে আদর্শিক কর্মীদের গঠন সামাজিক শোষণ ও বৈষম্য দূর করে ন্যায্যতা মানবতার সেবা নিশ্চিত করা। তিনি আরো বলেন আমাদের মূলনীতি হল ইসলামী আইন ও নীতির প্রতিষ্ঠা ন্যায্য ও কল্যাণময় সমাজ গঠন আর  আদর্শিক  নেতৃত্ব গঠন জনগণের মধ্যে ইসলামিক সচেতনা বাড়ানো। এই সময় উপস্থিত ছিলেন ডামুড্যা উপজেলা বাংলাদেশ জামায়েত ইসলামীর আমির মাওলানা মোঃ সাইফুল ইসলাম, মুফতি খবির উদ্দিন, ডামুড্যা উপজেলার খেলাফত মজলিসের সভাপতি হাফেজ আব্দুল আজিজ।