July 6, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, March 8th, 2025, 11:46 am

ডামুড্যায় খালের মুখ বন্ধ করে অবৈধভাবে মৎস্য খামার ও স্থায়ী ভবন নির্মাণ

মোঃ নুরুল ইসলাম খোকন, ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধিঃ ডামুড্যা উপজেলার ধানকাটি ইউনিয়নের সাত নং ওয়ার্ডে সুরঙ্গ খালের মুখ বন্ধ করে অবৈধভাবে মৎস্য খামার ও স্থায়ী ভবন নির্মাণ করা হয়েছে।

৮ মার্চ রোজ শনিবার। ধানকাটি সাত নং ওয়ার্ডে কিতাম বাড়িয়ায় ৩০ শতাংশ জমি ভরাট করে খালের মুখ বন্ধ করে ব্যক্তিগত বাড়ী ঘর ও রাস্তা ঘাট নির্মাণের ফলে আবাদী কৃষি জমির ফসল নষ্ট হচ্ছে। কোন রকম প্রশাসনিক অনুমতি ছাড়াই সুরঙ্গ খালের মুখ বন্ধ এবং স্থায়ী স্থাপনা নির্মাণ করিয়াছে এলাকার প্রভাবশালী চাঁন মিয়া বেপারী, জলিল সিকদার, আঃ হক বেপারী, ছামেদ বেপারী ও মোকলেছ ফকির।

এতে ক্ষোভ প্রকাশ করে এলাকাবাসী অনতিবিলম্বে ভরাটকৃত খালের মুখের মাটি অপসারণের দাবী জানিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন কৃষক বলেন এই সাত নং ওয়ার্ডের কয়েকশত একর দুই ফসলি জমি এই বাধের কারণে আবাদ নষ্ট হয়েছে। এই খালে নৌকা ট্রলার দিয়ে আমরা বিভিন্ন হাট বাজারে ফসল ও মালামাল নিয়ে যাতায়াত করতাম, খালের মুখ বন্ধ হওয়ায় আমরা এ সুযোগ থেকে বঞ্চিত হচ্ছি।

উত্তর দিকে খালের তিনটি মুখে একটি শিধলকুড়া, একটি বেতমোড়া দিয়ে এতিমখানা হয়ে মডেরহাট আরেকটি মুখ দিয়ে ভূইয়ার বাজার সহ শিধলকুড়া গোসাইরহাট যাতায়াত করা যেতো এখন মানুষ জন এ সুবিধ হইতে বঞ্চিত। ভূইয়ার বাজার এলাকার বাসিন্দা দ্বীন মোহাম্মদ বলেন অবৈধভাবে এ বাধ দেওয়ার ফলে স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ হয়ে গেছে এর ফলে বর্ষাকালে আশেপাশের অধিকাংশ স্থানেই জলাবদ্ধতা সৃষ্টি হয়ে এলাকাবাসী দূর্ভোগে পড়ে। এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল মালেক ব্যবস্থা নিচ্ছেন বলে আশ্বাস দেন।