ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধিঃ
ডামুড্যা উপজেলার ধানকাটি এলাকায় তিন ফসলী জমিতে মাছের ঘের করেছে এলাকার প্রভাবশালীরা। এতে আংশকাজনক হারে হ্রাস পাচ্ছে কৃষি জমি ও সরকারী রাস্তা ঘাট আইনের তোয়াক্কা করছেনা প্রভাবশালীরা। তাদের ভয়ে মুখ খুলছেন না কৃষক ও জমির মালিকরা তাদেরকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে। তাই কৃষকরা প্রশাসনের কাছে অভিযোগ করলেও মিলছেনা কোন প্রতিকার। ২২ মার্চ শনিবার সরজমিনে গিয়ে দেখা যায় ধানকাটি ডগার পাড়ে রাস্তার পার্শ্বে মাছের ঘের ব্যবসায়ীরা জমিতে ভেক্যু দিয়ে চালাচ্ছে মাটি কাটার কাজ। মাটি কাটার সময় মেইন রোডের রাস্তার মাটি সরে যায় ফলে বৃষ্টি হলে রাস্তা ধসে মৎস্য খামারে পড়ে যায়। গ্রামীন সড়কে সকল ধরণের যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে।
ডামুড্যা উপজেলার ইসলামপুর ইউনিয়নের গঙ্গেশকাটি ভেষালিয়া গ্রামে তিন ফসলী জমিতে কাটা হচ্ছে মাছের ঘের। এতে করে বিপাকে পরেছে চাষাবাদের জমি ও প্রকৃত কৃষকরা। ভয়ে নাম বলতে অনিচ্ছুক একজন কৃষক বলেন আমাদের গরীবের কথা শুনবে করা তাদেরইতো ক্ষমতা। স্থানীয় বাসিন্দারা বলেন আমাদের এই সাবেক মালগাঁও এলাকার জমিতে ধান গম সরিষা কালোজিরা ফসল উৎপাদন করি। এই ফসল সারা বাংলাদেশে রপ্তানি করা হয়। ভেক্যু দিয়ে মাটি কাটায় আমাদের তিন ফসলী জমির কৃষি কাজ ব্যবহত হচ্ছে। এখন আমাদের ঘরে বসে থাকা ছাড়া আর কোন উপায় নাই। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার আবদুল মালেক বলেন ভেক্যুর ব্যাপারে জিরো টলারেন্স দেখানো হচ্ছে। যেখানে খবর পাই সেখানে গিয়ে এর বিরুদ্ধে প্রতিনিয়ত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আরও পড়ুন
জেলেদের চাল আত্মসাত: অভিযোগের তীর ইউপি প্রশাসক ও দুই বিএনপি নেতার বিরুদ্ধে
শ্রীমঙ্গল-কমলগঞ্জের সাংবাদিকদের সম্মানে হাজী সেলিম ফাউন্ডেশন এর ইফতার মাহফিল ও মতবিনিময়
ঈদকে সামনে রেখে সুন্দরবনে বাড়তি নিরাপত্তা, বনজ সম্পদ রক্ষায় কর্মকর্তাদের ছুটি বাতিল