মোঃ নুরুল ইসলাম খোকন, ডামুড্যা (শরীয়তপুর) সংবাদদাতাঃ
ডামুড্যা উপজেলায় শরীয়তপুর জেলা প্রশাসকের সাথে ডামুড্যা উপজেলার বিভিন্ন কর্মকর্তা ও সূধীজনদের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। ১০ ডিসেম্বর সকাল ১১ ঘটিকায় ডামুড্যা উপজেলা অডিটরিয়ামে সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি জেলা ম্যাজিষ্ট্রট মোহাম্মদ আশরাফ উদ্দিন। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাইন উদ্দিন এর সভাপতিত্বে বিশেষ অতিথি সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আব্দুল মালেক, ডামুড্যা থানার ওসি মোঃ হাফিজুর রহমান মানিক, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ শাহআলম সিদ্দিকি।
এ সময় উপস্থিত ছিলেন সরকারী আব্দুর রাজ্জাক কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল পরিমল কৃষ্ণ পাল, ডামুড্যা উপজেলা কৃষি কর্মকর্তা রাজিব বসু, ডামুড্যা সরকারী মুসলিম উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল মজিদ খান, আলহাজ্ব ইমাম উদ্দিন মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন, ডামুড্যা প্রেসক্লাবের সভাপতি রিয়াজুল ইসলাম ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান সিহাব সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি এবং স্কুল কলেজের ছাত্র ছাত্রীবৃন্দ। জেলা প্রশাসক বলেন এখানে সরকারী দপ্তরের যতজন আছি আমরা সকলেই জনগণের সেবক এটাই হচ্ছে আমাদের পরিচয়। জনগণের সেবা করতে এসেছি একেকজন একেক ধরণের কাজ করছি। আমার নিজস্ব অফিসের কাজ আছে এ জেলা যতগুলো দপ্তর রয়েছে সেগুলো আমাকে দেখতে হয় এবং সকল কাজের সমন্বয় করতে হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা নাহিয়ান।
আরও পড়ুন
সাংবাদিকদের সাথে রংপুর পুলিশ সুপারের মতবিনিময়
আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলায় কনস্টেবল মুকুল কারাগারে
শীতে শিশুদের সুস্থ রাখবে যেসব খাবার