April 17, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, April 8th, 2025, 1:09 pm

ডামুড্যায় ফিলিস্তিনের গাজায় গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ

ডামুড্যা (শরীয়তপুর) সংবাদদাতাঃ মোঃ নুরুল ইসলাম খোকন। ডামুড্যায় ফিলিস্তিনের গাজায় গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল। ০৭ মার্চ সোমবার বাদ আসর ডামুড্যা সাব রেজিষ্ট্রি মাঠ থেকে বিক্ষোভ মিছিল বেড় হয়ে ডামুড্যা পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে ডামুড্যা উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীবৃন্দ সহ সকল স্তরের সাধারণ জনগণ অংশগ্রহণ করে। গাজা বাসীর গণহত্যা বন্ধের দাবীতে সব ধরণের শিক্ষা প্রতিষ্ঠান অফিস আদালত বন্ধ রাখার আহবান জানিয়েছেন বক্তারা। গাজা বাসীকে রক্ষার এ অন্দোলনে সংহতি জানিয়ে বিক্ষোভ সহ নানা কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে নেতৃবৃন্দ। নিজের ফেসবুক পোষ্টে গাজাবাসীর অসহায়ত্বের ছবি শেয়ার পোষ্ট করা এবং ইসরাইলী পণ্য বর্জনের আহবান জানানো হয়। আমাদের মজলুম গাজা বাসী ভাই বোনেরা গণহত্যা বন্ধের দাবীতে বিশ্বের সব দেশে একযোগে স্কুল কলেজ মাদ্রসা অফিস আদালত সহ সব প্রতিষ্ঠান বন্ধ রাখার আহবান জানানো হয়। এ সময়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শরীয়তপুর জেলার কর্মী পরিষদের সদস্য মাওলানা ইলিয়াস হোসেন, ডামুড্যা উপজেলা শাখার আমীর সাইফুল ইসলাম, পৌর আমির মোঃ আতিকুর রহমান কবির। ডামুড্যা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ রিয়াজুল ইসলাম, সাধারণ সম্পাদক মেহেদী হাসান সিহাব।