ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধিঃ ডামুড্যা বাজারে লেবুর হালি ৮০ টাকা। পবিত্র রমজান মাসের শুরু হতেই বাজারে লেবু, বেগুন ও শসার দাব বেড়েছে। সাধারণত রোজার সময় এসব পণ্যের চাহিদা বেশি থাকে। ডামুড্যায় হাট বাজারে চড়া দামে লেবু বিক্রি করতে দেখা যায়। যাহা নিম্ন আয়ের মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে।
৫ মার্চ বুধবার বাজারে ঘুরে দেখা যায় দ্বিগুন দামে লেবু বিক্রি হচ্ছে। শহরের বাজার গুলোতে সবজির গাড়ীতে লেবুর হালি ৮০ টাকায় বিক্রি করে। আবার অনেক বিক্রেতা হালিতে বিক্রি করেন না। উপজেলার হাট-বাজার গুলোতেও একই দাম। তবে খেজুর ছোলা চিড়া মুড়ি গুর প্রভৃতি পণ্যের দামও বেড়েছে। দরদামের অগ্নিচিত্র অস্থিতিশীল তৈল সহ দৈনন্দিন পণ্যের বাজার। ইফতারের সময় লেবুর শরবতের বেশ চাহিদা থাকে রোজাদারদের। সপ্তাহ খানেক আগেও লেবুর হালি ছিলে ২০/৪০ টাকা। এখন প্রতি পিছ ২০ টাকা, হালি ৮০ টাকার নিচে পাওয়া যাচ্ছেনা।
বিক্রেতারা বলেন রোজার কারণে হঠাৎ বাজারে লেবুর চাহিদা অনেক গুন বেড়ে গেছে। কিন্তু সে তুলনায় লেবুর সরবরাহ আসছেনা এ কারণে দাম বেড়েছে। এখন অবশ্যই লেবু মৌসুম নয়। ক্রেতার সঙ্গে কথা বলে জানাযায় রমজান মাসের শুরুতেই লেবু সহ অন্যান্য পণ্যে বেশি দামে বিক্রি করা হচ্ছে। রমজান মাস ব্যতিত এই দিনে লেবু স্বল্পমূল্যে পাওয়া যায়। অন্যান্য মাসে লেবু ২০/৪০ টাকা হালি শুধু রমজান মাস আসলেই দাম বেড়ে যায়। ক্রেতাদের দাবী প্রশাসনের সঠিক বাজার মনিটরিং এর মাধ্যমে পণ্যের বাজার দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখা। দ্বিতীয় রমজানে উপজেলা প্রশাসন উপজেলা নির্বাহী অফিসার আঃ মালেক বাজারে মনিটরিং করে সঠিক মূল্য পণ্যের ক্রয়-বিক্রয়ের নির্দেশ দেন।
আরও পড়ুন
শেরপুরে মহিলা আওয়ামীলীগ নেত্রী গ্রেপ্তার
দীর্ঘ ৫৭ বছর পর কাঙ্ক্ষিত প্লান্টের কাজ শুরু হলেও মেডিকেল মোড় এলাকাবাসীর বিরোধীতার ফলে বন্ধ হয়ে গেল সকল কার্যক্রম
পাবনায় নসিমন-সিএনজি সংঘর্ষে বাবা-ছেলে নিহত