December 27, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, December 3rd, 2024, 9:26 pm

ডামুড্যায় বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

ডামুড্যা (শরীয়তপুর) সংবাদদাতাঃ মোঃ নুরুল ইসলাম খোকন:

ডামুড্যা উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক উপজেলা কৃষি অফিসের উদ্যোগে উপজেলার বিভিন্ন ইউনিয়নে কৃষক কৃষানিরদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ প্রদর্শনী ও কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার ৩ ডিসেম্বর উপজেলা কৃষি অফিসের সামন থেকে এ উপকরণ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আইউব আলী।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা শ্রী দিলিপ বাবু। কনেশ্বর ইউনিয়নে উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন, পূর্ব ডামুড্যা ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ মিজানুর রহমান বিভিন্ন বøকে উপসহকারী কৃষি অফিসারগণ উপস্থিত ছিলেন। বিতরণে সার্বিক দায়িত্বে ছিলেন উপসহকারী কৃষি অফিসারগণ। উপজেলা কৃষি অফিসার রাজিব বসু মুঠোফোনে বলেন ডামুড্যা উপজেলায় ১৪১৫ জনকে এই উপজেলায় প্রনোদনার আওতায় কৃষি উপকরণ দেওয়া হয়েছে আরো ৬৭৬ জনকে পর্যায়ক্রমে দেওয়া হবে।