November 20, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, November 2nd, 2024, 5:03 pm

ডামুড্যায় বৃষ্টিতে ধসে গেছে সড়ক

জেলা প্রতিনিধি: মোঃ নুরুল ইসলাম খোকন ২রা নভেম্বর শরীয়তপুর জেলায় ডামুড্যা উপজেলা সড়কের কিছু কিছু অংশ মাছের খামারের ধসে পড়েছে। সড়কের পাশে থাকা গাছ ও পাড়ে খামারে পড়ার কারণে এমন হয়েছে। গত অক্টোবর মাসে দ্বিতীয় সপ্তাহে ঘন বৃষ্টিপাত হওয়ার কারণে এমন অবস্থা হলেও সড়ক গুলি সংস্কারের কোন উদ্যাগ নেওয়া হয়নি। ফলে ঐ সড়ক গুলি দিয়ে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। শরীয়তপুর রোড এন্ড হাই কার্যালয়ে ও স্থানীয় সুত্রে জানা গেছে শরীয়তপুর ডামুড্যা উপজেলায় শিধুলকুড়া, কনেশ্বর দিঘি পাড় থেকে ইসলামপুর ও বুড়িরহাট পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার পর্যন্ত ঐ সড়ক দিয়ে দুইটি উপজেলার মানুষ জেলা সদর ও রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে যাতায়াত করেন। সড়কটি দিয়ে া ব্যক্তিগত গাড়ি পন্যবাহি ও যাত্রীবাহী যানবাহন চলাচল করে। সড়কটি ইসলামপুর ইউনিয়নের তারা শিমুলিয়া এলাকায় সড়কটি প্রায় অর্ধেক রাস্তা ধসে পড়ে যায় খামারের ভিতরে। সড়কে ওই অংশটি বড় বড় যাত্রীবাহী যানবাহন চালকদের ঝুঁকি নিয়ে অতিক্রম করতে হচ্ছে। গত অক্টোবর দ্বিতীয় সপ্তাহে পর থেকেই ওই সড়ক দিয়ে পন্যবাহী ট্রাক ও বাস চলাচল করতে অসুবিধা হচ্ছে। শিধুলকুড়া, কনেশ্বর, ইসলামপুর সড়কের ব্যাটারী চালিত ইজিবাইকের চালক লিটন বলেন, প্রায় ২০ দিন ধরে সড়কটি ওই অংশ ধসে পড়ে আছে কিন্তু সংস্কার করার কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল হোসেন মোল্লা বলেন, কয়দিন ঘন বৃষ্টি হওয়ার কারণে সড়কটি ধসে পড়েছে। সড়ক ও জনপদ বিভাগে ইঞ্জিনিয়ার শেখ নাবিল হোসেন বলেন, শিধলকুড়া, কনেশ্বর, ইসলামপুর সড়কের কিছু অংশ ক্ষতিগ্রস্থ হওয়ার তথ্য পেয়েছি। আমরা সেটা নিয়ে কাজ করছি শীঘ্রই সড়কটির ঐ অংশ সংস্কার করা হবে।