ডামুড্যা (শরীয়তপুর) সংবাদদাতাঃ মোঃ নুরুল ইসলাম খোকন, ডামুড্যা উপজেলায় নিরাপদ খাদ্য প্রতিপক্ষ ও পরিবেশ অধিদপ্তরে যৌথ পরিচালনা করা হয়। গত ৪ঠা নভেম্বর বিকেল ৫ ঘটিকা ডামুড্যা উপজেলা ০২টি শিশু খাদ্য কারখানায় বাংলাদেশ নিরাপদ খাদ্য, প্রতিপক্ষ জেলা কার্যালয় ও পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয় পক্ষ থেকে যৌথ অভিযান চালায়। অভিযান পরিচালনা করেন এসকিউটিপ ম্যাজিষ্ট্রেট ও ডামুড্যা উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আব্দুল মালেক, এর সার্বিক সহযোগিতা করেন সুব্রত ভট্টাচার্য জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা এবং জেলা পরিবেশ অধিদপ্তর সহকারী পরিচালক মোঃ রাসেল নোমান। অভিযানকালে শাকিল ফুড প্রোডাক্টস ও মেসার্স আফজাল ফুড প্রোডাক্টস মালিক (আফজাল থেকে ভেজাল শিশু খাদ্য ৫০ বস্তা চানাচুর, চিপস, আইসললি রাসায়নিক ও ১৪০ কেজি পলিথিন নকল মোড়ক জব্দ কনের। দুইটি খাদ্য কারখানায় পন্য উৎপাদনের কোনো ধরনের লাইসেন্স ছিল না। এছাড়াও কেমিক্যাল রং ব্যবহার করছিল। শিশুদের স্বাস্থ্য মারাত্মক ক্ষতিকর। এই সকল অপরাদের কারণে দুইটি কারখানায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ ও পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সাং-২০১০) এর ধারা মোতাবেক ৪০ হাজার টাকা জরিমানা করেন।
আরও পড়ুন
সাংবাদিকদের সাথে রংপুর পুলিশ সুপারের মতবিনিময়
অগ্নিকান্ডে মিঠাপুকুরের নয়ন একমাত্র উপার্জনকারীর মৃত্যুতে দিশেহারা পরিবার
সাবেক মন্ত্রী কায়কোবাদের সঙ্গে তুর্কী এমপির সাক্ষাৎ