January 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, December 10th, 2021, 6:49 pm

ডামুড্যায় আন্তর্জাতিক দূর্নীতি দিবস পালিত

জেলা প্রতিনিধি, শরীয়তপুর

শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলায় আন্তর্জাতিক দুর্নীতি দিবস উপলক্ষে উপজেলা কৃষি অফিসের সামনে বৃহস্পতিবার ( ৯ ডিসেম্বর ) সকাল ৯ ঘটিকায় ডামুড্যা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যরা মানবন্ধন করেন। মানব বন্ধন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার নাহিয়ান আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান আলগীর হোসেন মাঝি, পৌর মেয়ার রেজাউল করিম রাজা ছৈয়াল। বিশেষ অতিথি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা খানম লাভী, উপজেলা কৃষি কর্মকর্তা আজিজুল হক। ডামুড্যা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন পৌরসভার প্যানেল মেয়র আবুল হোসেন মন্টু ছৈয়াল। বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার বেপারী। আলহাজ্ব ইমাম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের স্কাউট মেনটর মাস্টার ফারুক আহম্মেদ। দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মোঃ হানিফ মাঝি, আউয়াল হোসেন, মোঃ জসিম উদ্দিন, হাসিন বেগম, জেসমিন বেগম, এনজিও প্রতিনিধি প্রমুখ।