জেলা প্রতিনিধি, শরীয়তপুর :
আজ ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা অফিসার্স ক্লাবের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা ও উপজেলার বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীর মধ্যে রচনা ও চিত্রাঙ্গণ প্রতিযোগিতার আয়োজন করেন। উপজেলা নির্বাহী অফিসার নাহিয়ান আহমেদ সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলার পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন মাঝি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত গোসাইরহাট সার্কেল আবু সাঈদ, উপজেলার পরিষদের ভাইস চেয়ারম্যান খাদিজা খানম লাভলী। অনুষ্ঠান সঞ্চলায়ন করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা নাহিয়ান, এ সময় উপস্থিত ছিলেন ডামুড্যা থানার ওসি শরীফ আহম্মেদ, উপজেলা কৃষি কর্মকর্তা শেখ আজিজুর রহমান, উপজেলা সমাজ সেবার কর্মকর্তা ওবায়েদুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস.এম গিয়াস উদ্দিন। উপজেলা দৈনিক ইত্তেফাকের সাংবাদিক নুরুল ইসলাম খোকন। রচনা প্রতিযোগিতায় প্রথম হয়েছে ডামুড্যা মুসলিম সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী চৈতী দাস, চিত্রাঙ্গণ প্রতিযোগিতায় ‘ক’ গ্রুপের প্রথম হয়েছে ৩৫নং ধনই সরকারি প্রাথমিক বিদ্যালয় ২য় শ্রেণির ছাত্র ফুয়াদ, তাদের হাতে পুরষ্কার বিতরণ করে।
আরও পড়ুন
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন
রংপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন
কোম্পানীগঞ্জে বাস চাপায় শ্রমিকের মৃত্যু,আহত ২