January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, December 28th, 2022, 6:37 pm

ডামুড্যায় গ্রামীণ সড়কের বেহাল দশা

জেলা প্রতিনিধি, শরীয়তপুর (ডামুড্যা) :

ডামুড্যা উপজেলার ধানকাটি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ছয়হিস্যা গ্রামীণ সড়ক চলাচলের দুর্ভোগ হয়ে পড়েছে গ্রামবাসীর। উপজেলা সদরের সন্নিকটে ঐতিহ্যবাহী ছয়হিস্যা গ্রামের এই রাস্তার অবস্থান ঘনবসতি ও কৃষি নির্ভর। এই গ্রামের মানুষের চলাচলের একটাই পাকা রাস্তা হয়েছে। বয়াতী বাড়ী থেকে বেপারী বাড়ীর শেষ মাথা পর্যন্ত ২০০ ফুট রাস্তা দীর্ঘদিন ধরে অযত্মে অবহেলায় পড়ে আছে। নাজুক রাস্তাটি দিয়ে হালকা ধরণের যানবাহনে কৃষক, ছাত্র ছাত্রী ও জনগণ চলাচল করে। এলাকার শতশত মানুষের এই গ্রামীণ সরু ও ভাঙ্গা রাস্তা দিয়ে দৈনন্দিন যাতায়াত করতে হচ্ছে। অনেক পথচারীরা দিনের বেলায় ভ্যান গাড়ী যাত্রীসহ প্রায়ই উল্টে পড়ে হতাহতের স্বীকার হয়। ঐ এলাকার বাসিন্দা সাবেক মেম্বার কামরুল ইসলাম বলেন রাস্তাটি পাশের্^ একটি ডোবা রহিয়াছে। ডোবার পানি কমানোর পড়ে রাস্তাটি ভেঙ্গে যায়।