January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, April 12th, 2022, 8:19 pm

ডামুড্যায় জনপ্রতিনিধিদের নজরে পড়ছে না গ্রামীন সড়কের দিকে হেলে পড়া শিশুগাছ

জেলা প্রতিনিধি, শরীয়তপুর :

শরীয়তপুরের ডামুড্যা উপজেলার শিধলকুড়া ইউনিয়নের গ্রামীণ সড়ক দিকে হেলে। নজরে পরেনা শিধলকুড়া ইউনিয়নের জনপ্রতিনিধিদের। গ্রামীণ সড়কটি দিয়ে দৈনিক হাজার হাজার মানুষ ও হালকা থেকে ভারি যানবাহন চলাচল করেন। বিশেষ করে সড়কের পাশে রয়েছে একটি প্রাথমিক বিদ্যালয়। সড়কটি দিয়ে বিভিন্ন উপজেলায় আসা যাওয়া করেন। শিধলকুড়া থেকে অটোরিক্সায় যাত্রী নিয়ে ডামুড্যা উপজেলায় আসতে হয় প্রতিনিয়ত, কখন যে পথচারিদের মাথায় পড়ে না কোনো যানবাহনের উপরে পরে এতে করে চালক ও পথচারিরা আতঙ্কে রয়েছে। শিধলকুড়া ইউ,পি সদস্য আব্দুল গণি মাদবর বলেন কোন রকম ঝড় তুফান ছাড়াই অনেক দিন হয় শিশু গাছটি রোডের দিকে হেলে আছে। উপজেলা বন বিভাগ অফিসার মোঃ মোতালেফ মিয়ার কাছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি কোনো কথা বলতে চান না। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিয়ান আহমেদ বলেন আমি বন বিভাগ অফিসারের সাথে কথা বলবো।