January 8, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, October 30th, 2021, 8:23 pm

ডামুড্যায় জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উদ্ভোধন

জেলা প্রতিনিধি, শরীয়তপুর:

জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উপলক্ষ্যে ৫.১৫ বছর বয়সী সকল শিশুকে একটি করে কৃমি টেবলেট খাওয়ানোর উপলক্ষ্যে দক্ষিণ ডামুড্যা ০৪নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের শুভ উদ্বোধন করেন। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন মাঝি, বিশেষ অতিথি উপজেলা স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তা ডাঃ শেখ মোস্তফা খোকন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জালাল উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম গিয়াস উদ্দিন, ডামুড্যা পৌরসভার ০৬নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ আসাদুজ্জামান বাচ্চু মাদবর, এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য পরিদর্শক নাছির উদ্দিন, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ফিরোজা বেগম, উপজেলা ইপিআই টেকনিশিয়ান মিজানুর রহমান, স্বাস্থ্য সহকারী মোঃ রানা মাহমুদ প্রমূখ।