জেলা প্রতিনিধি, শরীয়তপুর :
ডামুড্যায় নিরাপদ সমাজ গঠনে জঙ্গী, মাদক, বাল্য বিবাহ থেকে মুক্ত রাখতে চান ওসি শরিফ আহম্মেদ। জঙ্গী বিরোধী জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বৃহস্পতিবার ২৬মে সকাল ১১ ঘটিকায় ডামুড্যা মুসলিম সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে বীট পুলিশের প্রো- একটিভ পুলিশিং “পুলিশ- শিক্ষার্থীদের রাউন্ড টেবিল কনফারেন্সের আয়োজন করা হয়েছে। সরকারী মুসলিম উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল মজিদ খান সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ডামুড্যা থানার অফিসার ইনচার্জ শরীফ আহম্মেদ ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে বলে তোমরা আগামী দিনের ভবিষ্যৎ তাই তোমরা বিভিন্ন অপকর্ম, জঙ্গী, মাদক, বাল্য বিবাহ মুক্ত রাখতে কাজ করে যাবে। এধরণে কোন সমস্যার সম্মুখীন হলে তাৎক্ষনিকভাবে আমাকে ফোন দিবে। তারই ধারাবাহিকতায় প্রতিটি ইউনিয়নে পুলিশ বাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অনুষ্ঠানের বিশেষ অতিথি এসআই স্বজল কুমার পাল, বিদ্যালয়ে সিনিয়ার শিক্ষক মোঃ মানোয়ার হোসেন, সিনিয়র শিক্ষক মোঃ কামাল হোসেন সহ বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীবৃন্দ।
আরও পড়ুন
শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ জামায়াতে ইসলামী
রংপুরে সাংবাদিকতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
শীতের রাতে কম্বল নিয়ে শীতার্তদের পাশে কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসন