জেলা প্রতিনিধি, শরীয়তপুর
শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলায় বৃহস্পতিবার (৩০ জুন) বাংলাদেশ শিক্ষক সমিতির উপজেলা শাখার পক্ষ থেকে সাভার হাজী ইউনুছ আলী স্কুল এন্ড কলেজের শিক্ষক উৎপল সরকারকে হত্যা এবং নড়াইল কলেজের শিক্ষক স্বপন কুমার বিশ্বাসকে লাঞ্ছিত করার প্রতিবাদে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক কর্মচারীরা উপজেলা চত্তরে বিক্ষোভ সমাবেশের আয়োজন করেন। উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মাস্টার আলমগীর হোসেনের সঞ্চালনায় ডামুড্যা পাইল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিত কর্মকার বলেন একজন আদর্শ শিক্ষকে হত্যা করায় এবং লাঞ্ছিত করায় আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি বাংলাদেশ সরকারের কাছে দাবী জানাই। এ সময় স্বাগত বক্তব্য রাখেন আলহাজ্ব ইমাম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার আলমগীর হোসেন, দারুস সালাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলমগী হোসেন।
আরও পড়ুন
পাইকগাছা থেকে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ
বিএনপির আগামী পথচলা হবে জনগণের সাথে ব্যারিষ্টার মোঃ কামাল উদ্দিন
কুড়িগ্রামে ৪ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে পল্লী বিদ্যুৎ কর্মীরা