January 4, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, October 18th, 2022, 2:30 pm

ডামুড্যায় শেখ রাসেল এর ৫৯ তম জন্মদিন পালিত

জেলা প্রতিনিধি, শরীয়তপুর (ডামুড্যা) :

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শহীদ শেখ রাসেল এর ৫৯ তম জন্মদিন উপলক্ষে শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নানা কর্মসূচীর আয়োজন করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে বিভিন্ন মসজিদ মাদ্রাসায় কোরআন খতম ও শিশুদের মধ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা। উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা অডিটরিয়ামে এক আলোচনা সভা ও ছাত্র ছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরনীয় সভার আয়োজন করা হয়েছে। উপজেলা সহকারী কশিনার (ভূমি) সবিতা সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন মাঝি, বিশেষ অতিথি ডামুড্যা থানার ওসি শরীফ আহম্মেদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাজিদা খানম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জালাল উদ্দিন, উপজেলা প্রকৌশলী আবু নাইম নাবিল, উপজেলা ইন্সট্রাক্টর মোঃ ফয়জুল কবির, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওবায়েদুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা নাহিয়ান, উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক শ্রী শমীর চন্দ্র।