January 13, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, April 12th, 2023, 3:47 pm

ডামুড্যায় সিআইজি কংগ্রেস অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, শরীয়তপুর (ডামুড্যা):

ডামুড্যা শরীয়তপুর ২০২২-২৩ অর্থ বছরের ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজি প্রোগ্রাম- ফেস প্রজেক্ট (এনএপিটি-০২) প্রকল্পের আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর পক্ষ থেকে ডামুড্যা উপজেলায় একদিন ব্যাপী সিআইজি কংগ্রেস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খান। উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সেকান্দার শেখ এর সভাপতিত্বে বিশেষ অতিথি উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল মোতালেব, সহকারী কৃষি সম্প্রসারন কর্মকর্তা আইউব আলী। এ সময় উপস্থিত ছিলেন উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা দিলিপ দত্ত। প্রধান অতিথি হাছিবা খান কৃষকদের উদ্দেশ্যে বলেন সরকার আপনাদেরকে বিভিন্ন কৃষি মৌসুমে বিভিন্ন ধরণের প্রনোদনা দিয়ে থাকেন।