জেলা প্রতিনিধি, ডামুড্যা (শরীয়তপুর) :
শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় এবার ৬টি ইউনিয়নের পূজা মন্ডপে দূর্গা পূজা শুরু হতে যাচ্ছে। মন্ডপের পাশাপাশি শারদীয় দূর্গা উৎসবের প্রস্তুতি চলছে হিন্দু সম্প্রদায়ের মানুষের ঘরে ঘরে। আগামী ১ অক্টোবর শারদীয় দূর্গাউৎসবের আনুষ্ঠানিকতা শুরু হবে। উপজেলা পূজা উদ্যাপন কমিটি পরিষদের সাধারণ সম্পাদক গোবিন্দ চন্দ্র সাহা বলেন, প্রতিমা তৈরি করার শেষ এখন রং করার কাজ চলতেছে। হিন্দু সম্প্রদায়ের বাড়ি বাড়ি চলছে শারদীয় এই দূর্গা উৎসবরে প্রস্তুতি। ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খান জানান, আসন্ন শারদীয় দূর্গা পূজা উদ্যাপন উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। ডামুড্যা থানার অফিসার ইনচার্জ শরীফ আহমেদ বলেন, শারদীয় দূর্গা পূজা উপলক্ষে ডামুড্যা থানা বিভিন্ন পূজা ম-পের নিরাপত্তার বিষয়ে সর্বাত্তক তৎপর রয়েছে এবং ডামুড্যা থানা অফিসার ইনচার্জ শরীফ আহমেদসহ এবং বিভিন্ন বিট অফিসাররাও ঘুরে বেড়াচ্ছে।
আরও পড়ুন
রংপুর পুলিশের পৃথক দুটি অভিযানে মাদকসহ আটক-৩, ধর্ষক গ্রেফতার করেছে র্যার ১৩
শহীদ আবু সাঈদের কবরে তিন উপাচার্যের শ্রদ্ধা নিবেদন
দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে শ্বশুর বাড়িতে মিলল জামাইয়ের ঝুলন্ত লাশ