January 23, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, July 21st, 2022, 8:30 pm

ডামুড্যা উপজেলা ভূমিহীন ও গৃহহীন মুক্ত

জেলা প্রতিনিধি, শরীয়তপুর (ডামুড্যা) :

আশ্রয়নের অধিকার শেখ হাসিনার উপহার এ স্লোগানকে সামনে রেখে মজিব শতবর্ষে শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলায় ভূমিহীন ও গৃহহীনদের মধ্যে উপজেলা আশ্রায়ন প্রকল্প ২১৩টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পূণর্বাসিত করার মাধ্যমে ডামুড্যা উপজেলা ভূমিহীন ও গৃহহীন মুক্ত হলো। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ম শেখ হাসিনা বৃহস্পতিবার (২১ জুলাই ) সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে ভার্চুয়াল মাধ্যমে শুভ উদ্বোধন করেন। জানাগেছে উপজেলার পূর্ব ডামুড্যা ইউনিয়নের দাইমী চরভয়রা গ্রাম, ২নং চরভয়রা এবং শিধলকুড়ার আদাশন গ্রাম, ধানকাটি চরমালগাঁও গ্রাম ও দারুল আমান কাইলারা গ্রাম ১ম, ২য়, ৩য় পর্যায় ভূমিহীন ও গৃহহীনা পরিবারের মধ্যে ২১৩টি ঘর প্রদান করা হয়। উপজেলা আশ্রায়ন প্রকল্প সহ ধানকাটি ইউনিয়নের আশ্রায়ন প্রকল্প সহ ২১৩টি ভূমিহীন ও গৃহহীন পরিবার তাদের আবাসন স্থল সুবিধা পাচ্ছেন। ভূমিহীন জয়মালা বেগম, দেলোয়ার হোসেন, ইতি, সালমা, রাশেদা বেগম প্রমুখ জানান জমি সহ ঘর পেয়ে একটু মাথা গোজার ঠাই হয়েছে এতে তারা আনেক আনন্দিত হয়েছে এবং দেশরত্ম শেখ হাসিনার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ জানান আল্লাহ তুমি শেখ হাসিনাকে নেক হায়াত দান কর। ভূমিহীনদের জমি ও ঘরের দলিল সহ বুঝিয়ে দিলেন জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান। তিনি বলেন বাংলাদেশে কোন ভূমিহীন গৃহহীন ও আশ্রয়হীন কোন মানুষ থাকবেনা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন মাঝি, উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খান, সহকারী কমিশনার (ভূমি) সবিতা সরকার, ডামুড্যা পৌর মেয়র রেজাউল করিম রাজা ছৈয়াল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ হুমায়ুন কবির বাচ্চু ছৈয়াল, উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্যগণ।