জেলা প্রতিনিধি, ডামুড্যা (শরীয়তপুর) :
মুজিব শতবর্ষে উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে ডামুড্যা উপজেলায় সরকারি আব্দুর রাজ্জাক কলেজ ও আলহাজ্ব ইমাম উদ্দিন উচ্চ বিদ্যালয়ে কন্যা সাহসিকা বয়ঃ সন্ধিকালীন কিশোরীদের স্বস্থির ঠিকানা ফিতা কেটে শুভ উদ্ধোধন করেন জেলা প্রশাসক পারভেজ হাসান। উদ্ধোধন শেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিস পরিদর্শন করেন। পরিদর্শন শেষে উপজেলা অডিটোরিয়ামে মতবিনিময় সভা আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা হাছিবা খান সভাপতিত্বে অনুষ্ঠানের উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন মাঝি, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সবিতা সরকার, ডামুড্যা পৌরসভার মেয়র রেজাউল করিম (রাজা) ছৈয়াল, উপজেলা কৃষি কর্মকর্তা শেখ আজিজুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা নাহিয়ান, সরকারি আব্দুর রাজ্জাক কলেজের অধ্যক্ষ জহির উল্লাহ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুর রহমান বাবলু সিকদার, আলহাজ¦ ইমাম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন সহ উপজেলা কর্মকর্তা ও ইউনিয়নের জনপ্রতিনিধিরা, গণমাধ্যম কর্মীরা এবং সুশিল সমাজের লোকজন মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
আরও পড়ুন
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন
রংপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন
কোম্পানীগঞ্জে বাস চাপায় শ্রমিকের মৃত্যু,আহত ২