January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, January 5th, 2022, 8:49 pm

ডামুড্যা ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠার্ষিকী পালিত

নুরুল ইসলাম খোকন:

বাংলাদেশের সবচেয়ে প্রাচীন ও ঐতিহ্যবাহী সংগঠন ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত আজ। বাংলা ও বাঙালীর স্বাধীনতার ও স্বাধিকার অর্জনের লক্ষ্যেই মূল দল আওয়ামীলীগের জন্মের ১ বছর আগেই প্রতিষ্ঠা পেয়েছিল গৌরব ও ঐতিহ্যের এ ছাত্র সংগঠনটি। ১৯৪৮ সালে ৪ জানুয়ারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংগঠনটি প্রতিষ্ঠা করেন। তারেই নেতৃত্ব্ ঢাকা বিশ্ববিদ্যালয় ফজলুল হক হলের আনুষ্ঠানিকভাবে এই যাত্রা শুরু হয়। ইতিহাসের বাকে বাকে বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দেওয়া সংগঠনের নেতাকমীরা পরে জাতীয় রাজনীতিতেও নেতৃত্ব দিয়েছেন এবং এখনো দিয়ে যাচ্ছেন বর্তমান জাতীয় রাজনীতি অনেক শীর্ষ নেতার রাজনীতিতে হাতেখড়িও হয়েছে ছাত্রলীগ থেকে। ছাত্রলীগের জন্মলগ্ন থেকে শিক্ষার্থী ও সাধারন মানুষের কল্যানে কাজ করেছে। হ্যান্ড স্যানিটাইজার,মাক্স বিতরণসহ করোনাকালে সাধারন মানুষকে সচেতন করেছে ছাত্রলীগ। কোথায় অক্সিজেন সিলিন্ডারের অভা দেখা দিলে ছাত্রলীগের নেতাকর্মীরা বিনামূল্যে সেটি সরবরাহ করেছেন। বারো মৌসুমে ধানকাটা শ্রমিকদের অভাব দেখা দিলে ছাত্রলীগ নেতাকর্মীরা ধান কেটে কৃষকের বাড়ি পৌছে দিয়েছে। শিক্ষার্থীদের বাড়ি ভাড়াসহ আর্থিক সমস্যাসহ তাদের পাশে থেকে সমস্যা সমাধানের চেষ্টা করেছেন ।

মঙ্গলবার (৪ জানুয়ারী) সকাল ৭ টায় সংগঠনের কার্যালয় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন ও সকাল ১০টায় সরকারি আব্দুর রাজ্জাক কলেজ থেকে একটি র‌্যালি বের হয়ে ডামুড্যা বন্ধরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে কলেজ মাঠে এসে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি স্বনির্ভর শরীয়তপুরের তিন আসনের সংসদ সদস্য আলহাজ¦ নাহিম রাজ্জাক এমপি। বিশেষ অতিথি ডামুড্যা থানার অফিসার্স ইনচার্জ শরিফ আহমেদ, উপজেলা আওয়ামীলিগের সভাপতি হুমায়ুন কবির বাচ্চু ছৈয়াল, সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাবলু সিকদার। উপজেলা আওয়ামীলিগের যুগ্ন সাধারন সম্পাদক আলমগীর হোসেন মোল্লা, উপজেলা যুবলীগের সভাপতি ফেরদাউস সরকার, সাধারন সম্পাদক শফিকুল ইসলাম শামীম। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি এনামুল হক ইমরান। সাধারন সম্পাদক মাহাবুব আলম । এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগের নেতা মেহেদী হাসান রুবের মাদবর, ডামুড্যা পৌসভার আওয়ামীলিগের সাধারণ সম্পাদক ও ৬নং ওয়াডের কাউনছিলোর আসাদুজ্জামান বাচ্চুসহ উপজেলা ৭টি ইউনিয়নের নবাগত চেয়ারম্যানসহ বিভিন্ন নেতা কর্মীরা ও ছাত্র ছাত্রী অংশগ্রহন করেন।