January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, April 15th, 2022, 8:52 pm

ডামুড্যা পহেলা বৈশাখ উদ্যাপিত

জেলা প্রতিনিধি, শরীয়তপুর

ডামুড্যায় বাংলা নববর্ষ ১৪২৯ উদ্যাপিত হয়েছে । রমজান মাস বলে উৎসবের আমেজে হয়তো একটু সংযতভাব ভাবেই পালিত হয়েছে। এক সময় বাংলা বছরের হিসাবেই চলত গ্রামের জীবন। এর মূল কারণ গ্রামবাংলা কৃষিপ্রধান। কৃষির সূত্রেই ফসলি সন হিসেবে এ সৌরবর্ষ গণনা শুরু হয়। মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা অগ্নি স্নানে সুচি হোক ধরা, এসো হে বৈশাখ এসো এসো মঙ্গল শোভযাত্রা। ১৪ই এপ্রিল বৃহস্পতিবার শরীয়তপুর জেলা ডামুড্যা উপজেলা এই প্রতিপাদ্য সামনে রেখে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি র‌্যালি বের হয়ে উপজেলা চত্বর ঘুরে এসে শেষ হয় এবং উপজেলা অডিটরিয়ামের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন। উপজেলা নির্বাহী কর্মকতা নাহিয়ান আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন মাঝি, অতিরিক্ত পুলিশ সুপার গোসাইরহাট সার্কেল আবু সাঈদ, ডামুড্যা পৌরসভা মেয়র রেজাউল করিম রাজা ছৈয়াল।

বিশেষ অতিথি ডামুড্যা থানার অফিসার্স ইনচার্জ শরীফ আহম্মেদ, উপজেলা পঃপঃ কর্মকর্তা শেখ মোস্তফা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা খানম, উপজেলা প্রকৌশলী আবু নাঈম নাবিল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা নাহিয়ান। উপজেলা কৃষি বিষয়ক কর্মকর্তা শেখ আজিজুল রহমান। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাবলু সিকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস.এম গিয়াসউদ্দিন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ওবায়েদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা দারিদ্র বিবোচন কর্মকর্তা শহিদুল ইসলাম। ধানকাটি ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মাওলা রতন, কনেশ্বর ইউপি আনিছুর রহমান বাচ্চু এবং উপজেলা বিভিন্ন দপ্তরে কর্মকর্তা, কর্মচারী ও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষিকারা অংশগ্রহণ করেন।