September 9, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, September 8th, 2025, 5:20 pm

ডামুড্যা বন্দরে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

ডামুড্যা শরীয়তপুর:

ডামুড্যা বন্দরে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অস্বাস্থ্যকর পরিবেশে খাবারের সাথে রং মিশানো সংরক্ষণে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার নাসরিন বেগম সেতুর নেতৃত্বে ৮ই সেপ্টেম্বর সোমবার বেকারী, খাবারের হোটেল, মুদি দোকান, ফার্মেসীতে মোট ৪টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। এর মধ্যে ইসলামিক হোটেলে সুপার তৈল দিয়ে ভাজার কারণে ৫,০০০/- টাকা জরিমানা, মফিক বেকারীতে খাবারে রং মেশানোর কারণে ৩,০০০/- টাকা, রশিদ ষ্টোরকে ট্রেড লাইসেন্সটি রিইস্যু না করার কারণে ৩,০০০/- টাকা এবং দুলাল ফার্মেসীতে মেয়াদ উত্তীর্ণ ঔষধ থাকায় ৮,০০০/- টাকা জরিমানা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, জেলার ভোক্তার অধিকার সংরক্ষণ সহকারী পরিচালক জান্নাতুল ফৈরদৌস, উপজেলা সেনেটারী ইন্সপেক্টর আলেয়া বেগম, নিবার্হী ম্যাজিষ্ট্রেট উপজেলা নিবার্হী কর্মকর্তা নাসরিন বেগম সেতু বলেন, বিভিন্ন মুদি দোকান বেকারী ও খাবারের হোটেল আমাদের এই অভিযান চলমান থাকবে। অভিযান চলাকালীন সময় পুলিশ নিরাপত্তা দায়িত্বে নিয়োজিত ছিলেন।