জেলা প্রতিনিধি, শরীয়তপুর :
স্বাধীনতার সুর্বন জয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উযাপন উপলক্ষে বর্ণীল সাজে সেজেছে। সেই উল্লাস ও পরিবার পরিজন কে নিয়ে ঘুরতে বের হচ্ছেন উপজেলা বাসি। এতে রয়েছে নানা শ্রেণীর পেশার মানুষ, সবার চোখে মুখে আনন্দ আর উল্লাস। বৃহস্পতি বার (১৬ই ডিসেম্বর) মহান বিজয় দিবস উযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্ত যোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার এর শভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন মাঝি, ডামুড্যা থানার অফিসার্স ইনচার্জ শরিফ আহমেদ, বিশেষ অতিখি আব্দুর রশিদ গোলন্দাজ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা খানম,উপজেলা কৃষি কর্মকর্তা শেখ আজিজুর রহমান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ওবায়েদুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফানেমা নাহিয়ানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ডামুড্যা পৌরসভার মেয়র রেজাউল করিম রাজা ছৈয়াল,ডামুড্যা উপজেলা আওয়ামীলীগের সভাপতি হুমায়ুন কবির বাচ্চু ছৈয়াল, সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাবলু সিকদার, এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তি যোদ্ধা আবুল বাশার আবু বেপারী, বীর মুক্তি যোদ্ধা আব্দুল বাতেন হাওলাদার প্রমুখ।
আরও পড়ুন
কোম্পানীগঞ্জে বিলুপ্ত পথে খেজুর গাছ ও রস!
প্রিপেইড মিটার বন্ধের দাবিতে রংপুরে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন
রংপুরে নবানযোগ্য জ্বালানি প্রচারণা অনুষ্ঠিত