জেলা প্রতিনিধি, শরীয়তপুর (ডামুড্যা):
শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলার পৌরসভার ৬নং সরকারী প্রাথমিক বিদ্যালয় এলাকায় ব্যাংক কর্মীর লাশ পুকুর থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করেছে ডামুড্যা থানা পুলিশ। ২রা অক্টোবর সকাল ৮ ঘটিকায় ডামুড্যা পৌরসভার ৩নং ওয়ার্ড থেকে লাশটি উদ্ধার করা হয়। ডামুড্যা পৌরসভার ৩নং ওয়ার্ডের এ ঘটনা ঘটে। ডামুড্যা থানার অফিসার ইনচার্জ শরীফ আহম্মেদ বলেন আমরা ৬নং সরকারী প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে বস্তাবন্দী অবস্থায় লাশ উদ্ধার করে জেলায় ময়না তদন্তের জন্য পাঠিয়েছি। স্থানীয় সূত্রে জানগেছে ৩নং ওয়ার্ডের বাসিন্দা আব্দুল আলীম ওরফে আলী মাস্টারের ছোট ছেলে আজিজুর রহমান মাসুম। গত শুক্রবার আনুমান রাত ৯ ঘটিকার সময় ঘর থেকে বেড় হওয়ার পরে তাকে আর খুজে পাওয়া যাচ্ছেনা। অনেক খোজাখুজির পরে ৬নং সরকারী প্রাথমিক বিদ্যালয় এলাকার পুকুরে বস্তাবন্দী লাশ ভাসতে দেখা যায়। জানাযায় আজিজুর রহমান মাসুম ডামুড্যা অগ্রণী ব্যাংক শাখার মাঠকর্মী হিসাবে দায়িত্ব পালন করতেন। ডামুড্যা শাখার অগ্রণী ব্যাংকের ম্যানেজার মোঃ আবুল হাসনাত বলেন আজিজুল একজন গ্রাহক বন্ধব ছেলে। একাধারে মাঠকর্মীর কাজ এবং ব্যাংকের আভ্যন্তরীন কাজও সে করতো। ব্যাংকে গ্রাহক এসে ম্যানেজারকে না খুজে মাসুমকে খুজতো।
আরও পড়ুন
আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে রংপুর মহানগর যুবদলের বিক্ষোভ মিছিল
রংপুর-ঢাকা মহাসড়কে দুর্ঘটনায় নিহত ২ আহত ৭
গোপালগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে আটক ২০