March 15, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, March 4th, 2025, 10:24 am

ডামুড্যা মাদক ব্যবসায়ী বাড়িতে ছাত্র জনতার হামলা ভাংচুর

ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি: ডামুড্যা পৌরসভার এলাকায় উপজেলা পরিষদের পিছনে ০৬নং ওয়ার্ডের মাদক ব্যবসায়ী আলমগীর হাওলাদার এর বাড়ীতে হামলা চালিয়েছে স্থানীয় ছাত্র জনতা ও এলাকাবাসী। এ সময় উত্তেজিত জনতা হামলা ভাংচুর ও অগ্নি সংযোগ করে ৩টি মোটর সাইকেল পুড়িয়ে দেয়। সোমবার ৩রা ই মার্চ বেলা ১২ ঘটিকার দিকে এই ঘটনাটি ঘটে। শিক্ষার্থী তুষার বলেন, কয়েকজন মুরব্বি ছাত্রদের নিয়ে রমজান মাসে অবৈধ কার্যকলা বন্ধ করার জন্য ঐ বাড়িতে যায়। এ সময় মাদক কারবারী আলমগীর ও তার ছেলে সোহেল তাদের সাথে উত্তেজিত হয়ে ওঠে। এক পর্যায় মহিলারা তাদের উপর মরিচের গুড়া নিক্ষেপ করে। সেই সাথে দেশীয় অস্ত্র জনতাকে ধাওয়া দিয়ে তাড়িয়ে দেয়। এর তারা সংগঠিত হয়ে ঐ বাড়িতে হামলা চালায়। আলমগীর হাওলাদার বলেন, হামলাকারীরা আমাদের কবুতর ও মুরগি ফার্ম ভাংচুর লুটপাত করে। এ সময় ১০০টি কবুতর, ৫০টি মুরগি, ১০০ টি কোয়েল পাখি ও ৩টি ছাগল লুট করে নিয়ে গেছে তারা। ডামুড্যা থানার ওসি হাফেজুর রহমান মানিক জানান, ডামুড্যা পৌর এলাকায় ০৬নং ওয়ার্ডে মাদক কারবারি আলমগীর হাওলাদারের বাড়িতে স্থানীয় উত্তেজিত ছাত্র জনতার হামলা চালিয়ে বাড়িঘর ভাংচুর করেন এবং মাদক ব্যবসায়ী বাড়ির সামনে ৩টি মোটর সাইকেল আগুন ধরিয়ে দেয়। উক্ত মাদক কারবারি সোহেল ও তার বাবা আলমগীর হাওলাদার কবুতর ও মুরগির ফার্ম এই ব্যবসার আড়ালে দীর্ঘদিন যাবত এই এলাকায় মাদক কারবার করে আসছিলেন।