জেলা প্রতিনিধি, শরীয়তপুর (ডামুড্যা) :
মোঃ নুরুল ইসলাম খোকন শারদীয় দূর্গা পূজা উপলক্ষে ডামুড্যা উপজেলা প্রশাসন কর্তৃক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ২২শে সেপ্টেম্বর সকাল ১০ ঘটিকায় উপজেলা অডিটোরিয়মে ধর্মীয় সম্প্রীতি বন্ধন অক্ষুন্ন রেখে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে আসন্ন শারদীয় দূর্গা পূজা উদ্যাপনের জন্য প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ধর্মীয় সম্প্রীতি রক্ষায় রাজনৈতিক নেত্রীবৃন্দ পুরোহিতদের জোড়ালো অবস্থায় ভূমিকা পালন করার জন্য সভার সভাপত্বিতে উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খান সকলের অনুরোধ জানান। অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন মাঝি, সহকারী কমিশনার ভূমি সবিতা সরকার, ডামুড্যা থানার ওসি শরীফ আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন ডামুড্যা পৌরসভার মেয়র রেজাউল করিম (রাজা) ছৈয়াল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল রশিদ গোলন্দাজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা নাহিয়ান, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী আব্দুল রহমান বাবলু সিকদার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা খানম, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার আবু বেপারী, মসজিদের ইমাম, পূর্জা মন্ডবের সভাপতি সাধারণ সম্পাদকদের হাতে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের ব্যক্তিগত পক্ষ থেকে অনুদান তাদের হাতে তুলে দেন।
আরও পড়ুন
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন
রংপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন
কোম্পানীগঞ্জে বাস চাপায় শ্রমিকের মৃত্যু,আহত ২