জেলা প্রতিনিধি, শরীয়তপুর :
মোঃ নুরুল ইসলাম খোকন ২৫শে সেপ্টেম্বর শরীয়তপুর জেলা ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ময়লা পানি জমে থাকায় রোগীদের আশা যাওয়া সমস্যা পোহাতে হচ্ছে এবং বিভিন্ন ইউনিয়ন থেকে রোগীদের ওঠা নামা করতে ভোগান্তি পোঁহাতে হচ্ছে। স্বাস্থ্য কমপ্লেক্সে আশে পাশে ড্রেনের ময়লা পানি জমে থাকতে দেখা যায়। স্বাস্থ্যের জন্য খুব ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ধানকাটি থেকে ডাক্তার দেখাতে এসে ময়লা পানি দেখে বলেন ডেঙ্গু মশা থাকতে পারে। আসমা বলেন, আমার বোনকে ভর্তি করেছিলাম দুই দিন থেকে আমার ময়লা পানি দিয়ে যাওয়া আশা করতে আমার অনেক সমস্যা হয়েছে এবং অনেক দুর্গন্ধ। এই ব্যাপারে উপজেলা পরিষদের চেয়ারম্যান বলেন, আমি পৌরসভার মেয়রকে এ ব্যাপার নিয়ে আলাপ করেছি। ডামুড্যা পৌরসভার মেয়র বলেন, আমার কোনো ফান্ড নেই ফান্ড আসলেই পরে পানি নিষ্কাশন এর ব্যবস্থা করবো। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলেন, আমি প্রতিবছর পৌর কর দিয়ে থাকি এই নিষ্কাশনে জন্য।
আরও পড়ুন
উম্মুক্ত হলো পাইকগাছার নাছিরপুর খাল ; মাছ ধরার উৎসবে জনতার ঢল
শেরপুরে ধ্বংস করা হলো ৪৫ হাজার গাছের চারা
৪৪তম বিসিএস শিক্ষা ও সমবায় ক্যাডারে সিলেক্টেড বড়লেখার সুমি ও আরিফ