January 17, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, March 3rd, 2022, 8:14 pm

ডামুড্যা ৭ইং মার্চ উদ্যাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, শরীয়তপুর :

ডামুড্যা উপজেলায় প্রশাসনের উদ্যোগে ৭ইং মার্চ মহান স্বাধীনতা সুর্বণ জয়ন্তী উদ্যাপন উপলক্ষে প্রস্তুতি সভা আয়োজন করেন। বৃহস্পতিবার ৩রা মার্চ সকাল ১১ ঘটিকায় উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার নাহিয়ান আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন মাঝি, বিশেষ অতিথি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান খাদিজা খানম লাভলী। এ সময়ে উপজেলা বিভিন্ন দপ্তরে প্রধান, মুক্তিযোদ্ধা সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। যথাযোগ্য মর্যাদায় দিবসগুলো পালনের লক্ষে উপজেলা পর্যায়ে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সকল কর্মসূচি উপজেলা বার্ষিকে অংশগ্রহণের আহ্বান জানিয়ে সভাপতির বক্তব্য উপজেলা নির্বাহী অফিসার নাহিয়ান আহমেদ বলেন, মার্চ মাস আমাদের বাংলাদেশের মানুষের জন্য প্রাপ্তির প্রেরণার মর্যাদার মাস। এ মাসের জন্ম নিয়ে ছিলেন হাজার বছরের শ্রেষ্ট বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান। তিনি ১৯৭১ সালে ৭ মার্চ ঐতিহাসিক ভাষণে মধ্য দিয়ে জাতিকে স্বাধীনতা মুক্তিযুদ্ধের ঘোষণা দেন। স্বাধীনতা মহান বঙ্গবন্ধুর নেতৃত্বে এই মার্চ মাসের মহান মুক্তিযোদ্ধা শুরু হয়। উপজেলা প্রশাসন বলেন স্বাধীনতা ৫০ বছরের আমরা জাতির পিতা কন্যার সুযোগ্য নেতৃত্বে উন্নয়নের অদম্য অগ্রযাত্রায় বিশ^ দরবারে মাথা উচুঁ করে দাঁড়িয়েছি। মধ্য আয়ের দেশ থেকে আমরা উন্নত দেশের পথে এগিয়ে যাচ্ছি। ১৯৭১ সালে ৭ই মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানে বিশাল জনসমুদ্রের সামনে ঐতিহাসিক ভাষণ প্রদান করেন। ঐহিহাসিক ভাষণটি ছিল বাঙালি জাতি মুক্তির সনদ ২০১৭ সালের ২৩শে অক্টোবর ইউনেস্কো ৭ই মার্চের সেই ভাষণকে ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি দিয়েছে।