July 28, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, July 28th, 2025, 12:50 am

ডিআর কঙ্গোতে আইএস-সমর্থক জঙ্গিদের হামলায় নিহত অন্তত ৩৮

 

মধ্য-আফ্রিকার দেশ গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের (ডিআরসি) পূর্বাঞ্চলে একটি গির্জায় হামলায় কমপক্ষে ৩৮ জন নিহত হয়েছেন। সেই সঙ্গে আরও ১৫ জন আহত হয়েছেন।

রোববার (২৭ জুলাই) স্থানীয় সময় ভোরের দিকে ইতুরি প্রদেশের পূর্বাঞ্চলীয় কোমান্ডা শহরের গির্জায় বন্দুক ও চাপাতি নিয়ে সন্দেহভাজন অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্সেস (এডিএফ) সদস্যরা এই হামলা চালায় বলে জানা গেছে। কঙ্গোর এই গোষ্ঠীটি মধ্যপ্রাচ্য-ভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের অনুসারী।

আইএসআইএল-এর সঙ্গে সম্পর্কযুক্ত এডিএফ হলো একটি বিদ্রোহী গোষ্ঠী, যারা উগান্ডা এবং ডিআর কঙ্গোর সীমান্তবর্তী অঞ্চলে কাজ করে। তারা নিয়মিতভাবে বেসামরিক জনগোষ্ঠীর ওপর আক্রমণ চালিয়ে আসছে।

আল জাজিরার প্রতিবেদন অনুসারে, ক্যাথলিক খ্রিস্টানরা কারিতাস দাতব্য সংস্থার পরিচালিত একটি গির্জায় প্রার্থনাসভায় যোগদানের সময় এই হামলা হয়। এরপর বেশ কয়েকটি বাড়ি এবং দোকানও পুড়ে গেছে। সেই সঙ্গে অনেক লোক নিখোঁজ রয়েছে।

কোমান্ডা শহরের প্রশাসনিক কর্মকর্তা জ্যঁ কাটো বলেন, রোববার ভোররাতে গির্জায় রাত্রিকালীন প্রার্থনায় অংশ নিচ্ছিলেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা। সেই সময় বিদ্রোহীরা গির্জায় আসা লোকজনের ওপর সশস্ত্র হামলা চালিয়েছেন।

ঘটনাস্থলে উপস্থিত একজন মানবাধিকারকর্মী ক্রিস্টোফ মুনিয়ান্দেরু বলেন, বিদ্রোহীরা মূলত ক্যাথলিক গির্জায় রাত কাটানো খ্রিস্টানদের ওপর আক্রমণ করেছিল। দুর্ভাগ্যবশত এই লোকদের চাপাতি বা গুলি করে হত্যা করা হয়েছে।

দেশটির রেডিও ওকাপি মৃতের সংখ্যা ৪৩ বলে জানিয়েছে। রেডিওটির মতে, গির্জায় প্রার্থনা সমাবেশের সময় ২০ জনেরও বেশি লোককে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে। অন্যান্য লাশগুলো কাছের একটি পোড়া ঘর থেকে পাওয়া গেছে।

দেশটির সেনাবাহিনীর মুখপাত্র জুলস এনগোঙ্গো বলেছেন, আজ সকালে, আমরা যা জানি তা হলো- কোমান্ডা থেকে খুব দূরে একটি গির্জায় চাপাতি হাতে সশস্ত্র ব্যক্তিরা অনুপ্রবেশ করেছে।

১৯৯০-এর দশকের শেষের দিকে উগান্ডায় প্রেসিডেন্ট ইয়োভেরি মুসেভেনির সঙ্গে অসন্তোষের বিভিন্ন অভিযোগে একটি গ্রুপ ‘এডিএফ’ গঠিত করেছিল।

২০০২ সালে উগান্ডার বাহিনীর সামরিক আক্রমণের পর এই গোষ্ঠীটি তাদের কার্যক্রম প্রতিবেশী কঙ্গোতে স্থানান্তরিত করে। তখন থেকে হাজার হাজার বেসামরিক নাগরিকের হত্যা করে তারা। ২০১৯ সালে গ্রুপটি আইএসআইএল-এর প্রতি আনুগত্য প্রকাশ করে।

গির্জায় প্রার্থনারত খ্রিস্টানদের ওপর জঙ্গিদের সশস্ত্র এই হামলার নিন্দা জানিয়েছে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে নিযুক্ত জাতিসংঘের মিশন।

এনএনবাংলা/আরএম