ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৩৬তম কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (আইজিপি) হাবিবুর রহমান।
শনিবার(৩০ সেপ্টেম্বর) ডিএমপি সদর দপ্তরে বিদায়ী কমিশনার খন্দকার গোলাম ফারুকের কাছ থেকে তিনি এই দায়িত্ব বুঝে নেন।
এদিকে বিদায়ী ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুককে ফুলের রশি দিয়ে গাড়ি টেনে আনুষ্ঠানিকভাবে বিদায় জানান পুলিশ সদস্যরা।
বিদায়ী কমিশনারের বিদায়কালে ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা আবেগে আপ্লুত হয়ে পড়েন।
এর আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের একটি চৌকস দল বিদায়ী কমিশনারকে বিদায়ী সালাম দেয়।
গত ২০ সেপ্টেম্বর অতিরিক্ত আইজিপি ও ট্যুরিস্ট পুলিশের প্রধান হাবিবুর রহমানকে নতুন ডিএমপি কমিশনার হিসেবে নিয়োগ দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগ।
–ইউএনবি
আরও পড়ুন
কাকরাইলে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের দফায় দফায় সংঘর্ষ, আহত নুরুল হক নুর
শুক্রবারের বাজার-সদাই; কিছুতেই নাগালে আসছে না সবজির দাম
বায়ু দূষণে বাংলাদেশিদের গড় আয়ু কমছে সাড়ে ৫ বছর