গত ১০ সেপ্টেম্বর ২০২৫, বিকেল ৩:৩০ টায় দিনাজপুর শিল্পকলা একাডেমিতে ডিজিটাল সিকিউরিটি সোসাইটি এবং দিনাজপুর টিচার্স কমিউনিটি-এর যৌথ উদ্যোগে, জেলা প্রশাসন দিনাজপুরের সহযোগিতায় “ডিজিটাল আসক্তি: প্রতিরোধে করণীয়” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা প্রশাসক (ডিসি) মোঃ রফিকুল ইসলাম। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন কম্পিউটার ও আইসিটি বিষয়ক জনপ্রিয় লেখক মাহবুবুর রহমান। তিনি উপস্থিত কলেজ ও স্কুলের আইসিটি শিক্ষক এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে বর্তমান সময়ে সারা দেশে মহামারির মতো ছড়িয়ে পড়া গুরুতর সমস্যা—ডিজিটাল আসক্তি—এবং তা থেকে নিজেকে ও সন্তানদের রক্ষা করার কার্যকর উপায় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করেন।
প্রধান অতিথি তার বক্তব্যে মোবাইল ফোন ব্যবহারের ইতিবাচক ও নেতিবাচক দিকগুলো তুলে ধরে এর ক্ষতিকর প্রভাব থেকে বাঁচার উপায় সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করেন।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
খন্দকার মোঃ আলাউদ্দিন আল আজাদ, জেলা শিক্ষা অফিসার, দিনাজপুর
মোঃ মাসুদুর রহমান পালমা, সভাপতি, দিনাজপুর শিক্ষক কমিউনিটি
আব্দুর রশিদ, প্রধান শিক্ষক, দিনাজপুর জিলা স্কুল
তারা লেখক মাহবুবুর রহমানের সময়োপযোগী এ উদ্যোগের ভুয়সি প্রশংসা করেন এবং এ ধরনের সচেতনমূলক অনুষ্ঠান বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বিস্তৃত করার আহ্বান জানান।
অনুষ্ঠানের সভাপতি এস. এম. হাবিবুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), দিনাজপুর, উপস্থিত সকলকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ঢাকার বাইরে দিনাজপুরের মতো একটি জেলায় এত গুরুত্বপূর্ণ বিষয়ে সেমিনার আয়োজন অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। এজন্য তিনি ডিজিটাল সিকিউরিটি সোসাইটি এবং আইসিটি লেখক মাহবুবুর রহমানকে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন।
অনুষ্ঠানটি সফলভাবে আয়োজনের পেছনে ডিজিটাল সিকিউরিটি সোসাইটি দিনাজপুর জেলা কো-অর্ডিনেটর মাসুম আহমেদ এবং সিসটেকের জোনাল ম্যানেজার মোস্তাফিজুর রহমানের অক্লান্ত পরিশ্রমের কথা বিশেষভাবে উল্লেখ করেন উপস্থিত অতিথিবৃন্দ
আরও পড়ুন
ফেসবুকে থেকে টাকা আয় করবেন যেভাবে
সারাদেশে একই দামে ব্রডব্যান্ড ইন্টারনেট
বৃষ্টিতে বাইক চালানোর পর যেসব কাজ করবেন