ডিজিটাল নিরাপত্তা আইনের হালনাগাদ নিয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র আলোচনা করেছে যাতে আইনটি বাক স্বাধীনতা বা সংবাদপত্রের স্বাধীনতা খর্ব না করে সাইবার অপরাধ রোধ করতে পারে।
রবিবার বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার গুরুত্ব নিয়ে আলোচনা করতে আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
যুক্তরাষ্ট্র জানায়, তারা ডিজিটাল নিরাপত্তা আইনের সংশোধন এবং মানবাধিকার, শ্রমিকের স্বাধীনতা ও গণতন্ত্রকে এগিয়ে নিতে বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্বের জন্য অপেক্ষা করছে।
এ বছর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উদযাপন করেছে।
—ইউএনবি
আরও পড়ুন
কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান
রোববার থেকে গণছুটিতে পল্লী বিদ্যুৎ কর্মীরা, বিদ্যুৎ বিপর্যয়ের আশঙ্কা
ঢাকার জলাশয় বাঁচলেই ঢাকা বাঁচবে: সৈয়দা রিজওয়ানা হাসান