January 15, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, January 24th, 2022, 7:47 pm

ডিপজল প্রসঙ্গে যা বললেন মৌসুমী

অনলাইন ডেস্ক :

আগামী শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। আর এখন এই নির্বাচনকে কেন্দ্র করেই বিরাজ করছে এফডিসিতে উৎসবের আমেজ। আর এই নির্বাচনের জন্য এখন এফডিসিতে শিল্পীরা নিয়মিত ব্যস্ত তাদের নির্বাচনী প্রচারণায়। এরই অংশ হিসেবে গত রোববার এফডিসিতে অনুষ্ঠিত হয়েছে মিশা-জায়েদ প্যানেলে থাকা শিল্পীদের পরিচিতি নিয়ে। তাদের প্যানেলে থেকেই কার্যকরী পরিষদের সদস্য পদে লড়ছেন জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। এ প্যানেলে সহ-সভাপতি পদে প্রার্থী হয়েছেন খলনায়ক মনোয়ার হোসেন ডিপজল। তাকে নিয়ে অনেক দিন পর কথা বলেন তিনি। ডিপজলের জন্যই মূলত তিনি মিশা-জায়েদ প্যানেলে যোগ দিয়েছেন। এ ছাড়াও মৌসুমী আরও বলেছেন, ‘ভালোবাসার বিনিময় মূলত ভালোবাসা দিয়েই হয়। তাই সব সময় আমি সবার ভালোবাসা পেয়েছি। এখন আপনাদের কাছ থেকে যে ভালোবাসা আমি পেয়ে এসেছি বিগত দিনে, তা ফেরত কীভাবে দেব? এই প্রশ্নের উত্তরটি সবারই জানা থাকার কথা। অবশ্যই একটি মাধ্যম লাগবে, সেই মাধ্যমটিই হচ্ছে এই প্যানেল। এ ক্ষেত্রে ডিপজল ভাই আমার গুরুজন। তার ভালোবাসা তো আমি কখনও উপেক্ষা করতে পারব না। তাই ডিপজল ভাই চেয়েছেন আমি এই প্যানেলে থাকি, আমি ভালোবাসার টানে এসেছি। আর এটা হওয়াই উচিৎ। যখন কোনো সিনিয়র কোনো জুনিয়রকে কিছু বলবেন, তখন সেটা তাকে মানতেই হবে। কারণ আমি যদি সিনিয়রকে সম্মান করি, আমিও একদিন সম্মান পাব বলেই আমার বিশ্বাস।’ তিনি বলেন, ‘আমি চাই, আমাদের প্যানেলের প্রত্যেকেই জয়যুক্ত হোক। সবাই অনেক পরিশ্রম করেছেন। তবে এখনও কিছু কাজ বাকি আছে, সেগুলো যেন সবাই মিলে করতে পারে, এজন্য এই প্যানেলকে আরও একবার সুযোগ দেওয়া হোক। এর জন্যই হয়ত আমি নতুন দিনের প্রত্যাশায় এই প্যানেলে যোগ দিয়েছি।প্রতিটি শিল্পী ভালো থাকুক, সুস্থ থাকুক।’ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির এবারের নির্বাচনে মিশা-জায়েদ প্যানেলের বিপরীতে রয়েছে ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেল। আসছে ২৮ জানুয়ারি এফডিসিতে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।