March 20, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, March 19th, 2025, 3:28 pm

ডিপ্লোমা ডিগ্রি বাতিলের পর এবার আটক ইস্তাম্বুলের মেয়র

ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোগলুফাইল ছবি: রয়টার্স

এএফপি ইস্তাম্বুল

ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোগলুকে আজ বুধবার আটক করেছে তুরস্কের পুলিশ। নিজ বাড়িতে পুলিশি তল্লাশির পর আটক হন তিনি। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ধরা হয় ইমামোগলুকে।

মেয়র ইমামোগলুর বাড়িতে তল্লাশির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি। দেশটির সংবাদমাধ্যমে খরব প্রকাশিত হয়েছে, দুর্নীতির তদন্তের অংশ হিসেবে এ তল্লাশি চালানো হয়েছে।

এএফপির স্থানীয় এক সহযোগী নাম প্রকাশ না করার শর্তে জানান, মেয়র একরেম ইমামোগলুকে আটক করে পুলিশ সদর দপ্তরে নেওয়া হয়েছে। এর আগে ইমামোগলু সামজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে লিখেন, ‘আমার বাড়ির দরজায় কয়েক শ পুলিশ এসেছে। আমি নিজেকে মানুষের কাছে সঁপে দিচ্ছি।’

মেয়রের দপ্তর থেকেও ইমামোগলুর আটক হওয়ার বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানায়নি।

আটকের এক দিন আগেই ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয় ‘অনিয়মের অভিযোগে’ একরেম ইমামোগলুর ডিপ্লোমা ডিগ্রি বাতিল করেছে। ডিগ্রি না থাকায় ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিসেপ তাইয়েপ এরদোয়ানের বিরুদ্ধে তাঁর প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা ঝুঁকির মুখে পড়ে গেছে। কারণ, তুরস্কের সংবিধান অনুযায়ী, প্রেসিডেন্ট প্রার্থীদের অবশ্যই উচ্চতর শিক্ষার ডিগ্রি থাকতে হবে।

ইমামোগলু তুরস্কের প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টির (সিএইচপি) নেতা। ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তিনি এই দল থেকেই জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একে পার্টি) নেতা ও ক্ষমতাসীন প্রেসিডেন্ট এরদোয়ানের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন। ইমামোগলু এবার নিয়ে দ্বিতীয়বারের মতো ইস্তাম্বুলের মেয়রের দায়িত্ব পালন করছেন। তাঁর বিরুদ্ধে বেশ কয়েকটি মামলার তদন্ত চলছে।