January 23, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, July 27th, 2022, 7:37 pm

ডিফেন্ডার মুকিয়েলেকে দলে ভিড়িয়েছে পিএসজি

অনলাইন ডেস্ক :

ফরাসি ডিফেন্ডার নর্ডি মুকিয়েলেকে আরবি লিপজিগ থেকে পাঁচ বছরের চুক্তিতে দলে ভিড়িয়েছে পিএসজি। মন্টিপিলিয়ান থেকে চার বছর আগে জার্মানীতে গিয়েছিলেন মুকিয়েলে। এ সময়ে লিপজিগ ইউরোপা লিগের সেমিফাইনালে খেলা ছাড়াও জার্মান কাপের শিরোপা জয় করেছিল। বুন্দেসলিগা ক্লাবটির হয়ে মুকিয়েলে ১৪৫টি ম্যাচ খেলে ১০ গোল করা ছাড়াও ১১টি এ্যাসিস্টও করেছেন। ২৪ বছর বয়সী এই ডিফেন্ডারকে দলে নিতে চেলসিও আগ্রহ প্রকাশ করেছিল। ফ্রান্স অনুর্ধ্ব-১৮ দলের হয়েও খেলেছেন মুকিয়েলে। ২০২১ সালের সেপ্টেম্বরে ফিনল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বে প্রথমবারের মত জাতীয় দলে ডাক পেয়েছিলেন। রাইট-ব্যাক হিসেবে পরিচিতি পেলেও সেন্টার-ব্যাকেও খেলে থাকেন মুকিয়েলে। এবারের গ্রীষ্মে এনিয়ে তৃতীয় খেলোয়াড় হিসেবে মুকিয়েলেকে দলে টানলো পিএসজি। এর আগে ফরাসি স্ট্রাইকার হেেুগা একিটিকেকে রেইমস থেকে এক বছরের ধারে ও পর্তুগীজ মিডফিল্ডার ভিটিনহাকে পোর্তো থেকে পাঁচ বছরের ধাওে দলে ভিড়িয়েছে প্যারিসের জায়ান্টরা। মরিসিও পোচেত্তিনোর স্থানে দলে নতুন আসা কোচ ক্রিস্টোফে গালটিয়ারের অধীনে এটা দ্বিতীয় চুক্তি।