ধামরাইয়ে একটি বন্ধ কারখানায় ডাকাতির ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডাকাতির কাজে ব্যবহৃত ট্রাকসহ লুণ্ঠিত বেশ কিছু ইলেক্ট্রনিক্স পণ্য জব্দ করা হয়েছে।
বুধবার (৬ জুলাই) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা জেলা উত্তরের ডিবি। ঢাকা উত্তরের অতিরিক্ত পুলিশ সুপার(ডিবি) আরাফাতুল ইসলাম জানান, ধামরাইয়ে একটি বন্ধ কারখানায় ডাকাতির ঘটনায় গত ১৪ জুলাই থানায় একটি মামলা হয়। পরে ঢাকা জেলা উত্তর ডিবি তদন্তে নামে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় গত মঙ্গলবার
দুপুরে গাজীপুরের বাসন থানা এলাকা থেকে প্রথমে ডাকাত দলের সদস্য শাহাদাৎ মোল্লাকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে গাজীপুর থেকেই ডাকাত দলের সদস্য গোলাম রব্বানী ও রিমন খন্দকারকে গ্রেপ্তার করা হয়। এ সময় গ্রেপ্তার করা ডাকাত সদস্যদের হেফাজতে থাকা ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাক এবং লুণ্ঠিত বেশকিছু ইলেক্ট্রনিক্স পণ্য জব্দ করা হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, গ্রেপ্তার করা ব্যক্তিরা পেশাদার ডাকাত চক্রের সদস্য। তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় গিয়ে ডাকাতি করে আসছিল।
আসামিদের রিমান্ডে নেওয়ার আবেদন করে বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। ডাকাত চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।
এস এম মনিরুল ইসলাম,সাভার
আরও পড়ুন
জনগনের রায়ে নির্বাচিত হলে শহীদদের স্বপ্ন বাস্তবায়নে বদ্ধপরিকর বিএনপি
সৌদিআরবে অগ্নিকান্ডে নিহত প্রবাসী আকাশ, ছয় মাসেও লাশ আনতে পারেনি পরিবার
টাঙ্গাইলের ধনবাড়ীতে পিকআপ ও মোটরসাইকেল সংঘর্ষে ৩ জন নিহত