নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীর ডিমলা উপজেলায় বুড়িতিস্তা নদী খনন কার্যক্রমকে কেন্দ্র করে চরম উত্তেজনা দেখা দিয়েছে। উপজেলার কুটিরডাঙ্গা এলাকায় বুধবার (৩১ ডিসেম্বর) বিকালে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতেই অস্থায়ী আনসার ক্যাম্পে অতর্কিত হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শতশত মানুষ হঠাৎ অস্থায়ী আনসার ক্যাম্পে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। এ সময় ঘটনাস্থলে দায়িত্ব পালনরত এক স্থানীয় সংবাদকর্মীকে মারধরও করা হয় ।

ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সেনাবাহিনী, পুলিশ ও আনসার ব্যাটেলিয়নের সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।
নীলফামারী পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মোঃ জুলফিকার রহমান জানান, হামলাকারীরা পুলিশ, সেনাবাহিনী ও আনসার সদস্যদের ওপর চড়াও হয়। এ সময় সেখানে থাকা আনসার বাহিনীর স্থায়ী ক্যাম্প ও ঠিকাদারি প্রতিষ্ঠানের অস্থায়ী ডেরা ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। পাশাপাশি ৭টি স্কেভেটরেও ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে বলে তিনি জানান।

এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য জানার চেষ্টা করা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে বলে জানা গেছে।
এনএনবাংলা/

আরও পড়ুন
বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানালেন মির্জা ফখরুল
‘এয়ারবাস’কে বাদ, বিমানের বহরে যুক্ত হচ্ছে ১৪ নতুন ‘বোয়িং’
মোবাইল ফোন আমদানিতে ট্যাক্স কমল দেড় গুণ