December 27, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, October 27th, 2024, 7:49 pm

ডিম-মুরগির কৃত্রিম সংকট তৈরিকারীর তথ্য চাইল এফবিসিসিআই

নিজস্ব প্রতিবেদক
ডিম ও মুরগির বাজারে কৃত্রিম সংকট তৈরির চেষ্টাকারীদের তথ্য চেয়েছে শীর্ষ বাণিজ্য সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)। এসব সংকট তৈরিকারীর তথ্য সরকারকে দেওয়া হবে এবং তারা আইন অনুযায়ী ব্যবস্থা নেবে বলে জানানো হয়েছে।

রোববার (২৭ অক্টোবর) এফবিসিসিআইয়ের প্রশাসক মো. হাফিজুর রহমানের নেতৃত্বে বাজার পরিদর্শন কার্যক্রম পরিচালনা করে এফবিসিসিআইয়ের বাজার মনিটরিং সেল। তারা ব্যবসায়ীদের কাছ থেকে ডিমের মূল্য ও সরবরাহ পরিস্থিতি বিষয়ে হালনাগাদ তথ্য সংগ্রহ করেন। এ বিষয়ে ব্যবসায়ীদের সহযোগিতা চেয়েছেন এফবিসিসিআইয়ের প্রশাসক।

পরে কাপ্তান বাজারের ডিম ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির নেতাদের সঙ্গে মতবিনিময় করেন মো. হাফিজুর রহমান। ডিমের দাম ভোক্তাদের নাগালে রাখতে পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের সহযোগিতা চান তিনি। প্রশাসক বলেন, বাজার স্থিতিশীল রাখতে আপনাদের ভূমিকা দেখতে চায় এফবিসিসিআই।

তিনি জানান, কেউ যদি কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করে তাদের তথ্য আমাদের দিন। আমরা এসব তথ্য সরকারকে হস্তান্তর করবো। সরকার আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। ডিম-মুরগির সরবরাহকারী পর্যায়েও বাজার তদারকি করবে বলেও জানান হাফিজুর রহমান।

বাজার স্থিতিশীল রাখার লক্ষ্যে এফবিসিসিআইয়ের সব কার্যক্রমে ব্যবসায়ীদের সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান কাপ্তান বাজার ডিম ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির সাবেক সভাপতি মো. নজরুল ইসলাম। সরকার নির্ধারিত দামে এবং চাহিদা অনুযায়ী ডিমের সরবরাহ বজায় থাকলে বাজার নেমে আসবে বলে জানান তারা।

এসময় উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক খন্দকার রুহুল আমীন ও অন্যান্য ব্যবসায়ী নেতা ও বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের প্রতিনিধি, ছাত্র সমন্বয়কসহ অন্যরা।