October 18, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, October 18th, 2025, 7:31 pm

ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা : সিইসি

 

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের কর্মপরিকল্পনা অনুযায়ী তফসিল ঘোষণার প্রস্তুতি নেওয়া হয়েছে বলে তিনি জানান।

শনিবার (১৮ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় বরিশালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় সরকার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব তথ্য দেন প্রধান নির্বাচন কমিশনার।

সিইসি বলেন, আওয়ামী লীগের সব ধরনের কর্মকাণ্ড সরকার নিষিদ্ধ করেছে। বিচার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগে দলটি নির্বাচনে অংশ নিতে পারবে না। তবে বিচার শেষ হলে বিষয়টি পুনরায় বিবেচনা করা হবে।

এনসিপির শাপলা প্রতীকের দাবির বিষয়ে প্রশ্ন করা হলে সিইসি জানান, নির্বাচন কমিশনের নিবন্ধিত প্রতীক তালিকায় শাপলা নেই, তাই আইন অনুযায়ী সেটি বরাদ্দ দেওয়ার সুযোগ নেই। কমিশন আইনের বাইরে কোনো সিদ্ধান্ত নেবে না বলেও তিনি স্পষ্ট করেন।

এ সময় তিনি আরও বলেন, নির্বাচন কমিশন কোনো গোয়েন্দা সংস্থার প্রভাবে পরিচালিত হবে না।

সভায় বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার মো. রায়হান কাওছার, ছয় জেলার জেলা প্রশাসকসহ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে সকাল ১০টায় প্রধান নির্বাচন কমিশনার বরিশাল বিভাগের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

এনএনবাংলা/