বঙ্গোপসাগরের ভাসানচরে ডুবে যাওয়া কয়লা বোঝাই লাইটার জাহাজ ‘সজল তন্ময় ২’ এর নিখোঁজ ১২ নাবিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
শনিবার বিকালে বাংলাদেশ নৌবাহিনীর মিডিয়া বিভাগের কর্মকর্তা আব্দুল মোমিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, শনিবার সকালে নোয়াখালী ও হাতিয়ার মাঝামাঝি এলাকায় ভাসানচর থেকে ১২ নটিক্যাল মাইল দূরে কয়লা বোঝাই লাইটার জাহাজ ‘সজল তন্ময় ২’ ডুবে যায়। খবর পেয়ে নৌবাহিনীর উদ্ধারকারী জাহাজ টেঙ্গুইন উদ্ধার অভিযানে যায়। তবে নৌবাহিনীর জাহাজ ঘটনাস্থলে পৌঁছানোর আগে আশপাশে থাকা কয়েকটি বেসরকারি জাহাজ নাবিকদের উদ্ধার করে।
তাদের মধ্যে আকিজ লজিস্টিকের জাহাজ একজন নাবিককে, টিটু নামের জাহাজ চারজনকে, আকিজ শিপ একজনকে, এমটি করিম দুইজনকে, তিন্নি জাহাজ একজনকে উদ্ধার করেছে।
আর কোনো নাবিক নিখোঁজ নেই বলে জানিয়েছেন তিনি।
—ইউএনবি

আরও পড়ুন
পরাণ-দামালের পর আবারও মিম-রাজ জুটি
তামিমকে ‘ভারতীয় দালাল’ বলায় বিসিবি পরিচালকের মন্তব্যে ক্রিকেটারদের ক্ষোভ
প্রথম বোলার হিসেবে বিপিএলে দুবার হ্যাটট্রিক মৃত্যুঞ্জয় চৌধুরীর