বঙ্গোপসাগরের ভাসানচরে ডুবে যাওয়া কয়লা বোঝাই লাইটার জাহাজ ‘সজল তন্ময় ২’ এর নিখোঁজ ১২ নাবিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
শনিবার বিকালে বাংলাদেশ নৌবাহিনীর মিডিয়া বিভাগের কর্মকর্তা আব্দুল মোমিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, শনিবার সকালে নোয়াখালী ও হাতিয়ার মাঝামাঝি এলাকায় ভাসানচর থেকে ১২ নটিক্যাল মাইল দূরে কয়লা বোঝাই লাইটার জাহাজ ‘সজল তন্ময় ২’ ডুবে যায়। খবর পেয়ে নৌবাহিনীর উদ্ধারকারী জাহাজ টেঙ্গুইন উদ্ধার অভিযানে যায়। তবে নৌবাহিনীর জাহাজ ঘটনাস্থলে পৌঁছানোর আগে আশপাশে থাকা কয়েকটি বেসরকারি জাহাজ নাবিকদের উদ্ধার করে।
তাদের মধ্যে আকিজ লজিস্টিকের জাহাজ একজন নাবিককে, টিটু নামের জাহাজ চারজনকে, আকিজ শিপ একজনকে, এমটি করিম দুইজনকে, তিন্নি জাহাজ একজনকে উদ্ধার করেছে।
আর কোনো নাবিক নিখোঁজ নেই বলে জানিয়েছেন তিনি।
—ইউএনবি
আরও পড়ুন
দেশে এই মুহুর্তে দরকার বিচার ও সংস্কার: নাহিদ ইসলাম
এসআই পরিচয়ে থানায় তরুণী, কনস্টেবলকে ভুলে ‘স্যার’ ডেকে ধরা
যৌন নির্যাতনের কারণে নিখোঁজের ২১ দিন পর কিশোরী রিতু পিবিআই হেফাজতে