মাসুম বিল্লাহ ইমরান, খুলনা:
ডুমুরিয়ায় খাল দখলকারীদের বিপক্ষে মানববন্ধন কর্মসুচী আহবান করায় জামায়াত ইসলামীর এক নেতার উপর হামলা চালিয়ে ও কুপিয়ে গুরতর রক্তাক্ত জখম করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় আরও তিন জন আহত হয়েছেন।
গুরুতর আহত জামায়াত ইসলামী নেতা মহিব্বুরসহ আহত চার জনকে খুলনা মেডিকেল কলেজল হাসপাতালে হাসপাতাল ভর্তি করা হয়েছে। শনিবার বেলা ১১ টার দিকে উপজলার বালিয়াখালি-হাসানপুর সড়কের উপর খালের সামনে এ ঘটনা ঘটে।
থানায় দায়ের কৃত এজাহার ও স্থানীয় সুত্রে জানা গেছে,
বহুল আলোচিত উপজলার সিংগা খালটি বিগত ১৫ বছর যাবৎ প্রভাবশালীদর দখলে ছিলো।
গত ৫ আগষ্ট পর খাল দখল পরিবর্তন ঘঠিয়ে উপজলা যুবদল নেতা ও ইউপি সদস্য শেখ রবিউল ইসলাম ও তার লোকজন নেতৃত্ব আসেন। এদিকে জন সাধারণের পক্ষে খালটি সম্পূর্ণ ভাবে উন্মুক্ত রাখতে নেতৃত্ব দেন জামায়াত ইসলামী নেতা মহিব্বুর রহমান (৩৬)।
জনস্বার্থে খালটি দখল মুক্ত করে জলাবদ্ধতা নিরসনে তিনি বিভিন্ন কার্যক্রম অব্যাহত রখেন।
এরই ধারাবাহিকতায় শনিবার(১৫ ফব্রুয়ারি) এলাকাবাসীর উদ্যেগে খালের সামনে রাস্তার ওপর মানববন্ধন কর্মসুচী পালন করা হয়।
খবর পেয়ে দখলদার ইউপি সদস্য রবিউল ইসলাম ও তার লোকজন সেখান অবস্থান নেন।এক পর্যায় মেছাঘোনা ও উখড়া এলাকার রবিউল ইসলাম (৪৬)’র নেতৃত্বে লাচ্ছু শেখ (৪৫),মনিরুল শেখ (৩৮),হুমায়ুন মোড়ল (৩৮),ওলিয়ার রহমান (৪৮) ও মুস্তাফিজুর রহমান(৪৮)সহ অজ্ঞাত ৮/১০ জনের একটি সংঘবদ্ধ দল তাদের হাতে থাকা চাইনিজ কুড়াল,দা, হাতুড়ি,লোহার রডসহ দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালিয়ে কুপিয়ে ও বেদম মারপিট করে। এতে মহিব্বুর রহমান (৩৫) বাম পাশের চায়াল ধারালো অস্ত্রে আঘাতে কেটে গিয়ে রক্তাক্ত গুরতর জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এসময় ঠেকাইতে গেলে আতাউর গাজী (৫০),মনিরুল ইসলাম (৩৫),জয়নাল (২৮) কে হাতুড়ির আঘাত করে নীলা ফুলাসহ গুরতর রক্তাক্ত জখম হয়।
স্থানীয় লোকজন খবর পেয়ে ঘটনা স্থল থেকে আহতদের উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
আহত জামায়াত নেতা মহিব্বুর রহমান জানান, সিংগা খালটির পাশে টিপনা,সিংগা ও আঙ্গারদাহা গ্রাম। কিন্তু খালটি সব দিনই প্রভাবশালীদর দখল থাকায় গ্রামবাসীর কোন উপকারে আসনা। তাই আমি উদ্যাগ নিয়েছি,খালটি যেন জন সাধারণর জন্য হয়।
গ্রামবাসী উন্মুক্ত ভাবে খালটির সুবিধা করতে পারবে।
এ জন্য স্বল্প পরিসরে একটা মানব বন্ধন কর্মসুচীর আয়াজন করা হয়ছিল। কর্মসুচী শেষ করে লাকজন চলে যাওয়ার পরই রবিউল ও লাচ্ছুসহ তার লাকজন আমার ওপর চাইনিচ কুড়াল, দা,লোহার রড ও হাতুড়ি দিয়ে আঘাত করে।
এঘটনায় ভুক্তভোগীর ভাই এনামুল হক বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ ও ৮/১০ জন কে করে থানায় একটি এজাহারের অভিযোগ দায়ের করেছে
ডুমুরিয়ায় খাল দখলকারীদের হামলায় জামায়াত নেতাসহ আহত-৪

আরও পড়ুন
ডাকাত সন্দেহে চার যুবককে পিটুনি, ছুরি-চাকু উদ্ধার
দুই অসহায় এতিম শিশুদের দায়িত্ব নিলেন তারেক রহমান
ডামুড্যা বাজারে দুই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা