নিজস্ব প্রতিবদক :
শুক্রবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় আরও ২১৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তরের হেল্থ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম জানিয়েছে।
নতুন রোগীদের মধ্যে ঢাকায় ২১১ জন এবং বাকি ৩ জন ঢাকার বাইরে ভর্তি হয়েছেন।
এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ১ হাজার ১০ জন রোগী চিকিৎসাধীন আছেন। তাদের মধ্যে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ৯৭২ জন ভর্তি আছেন বলে কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে।
সরকারি প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ৪ হাজার ১১৫ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন। অন্যদিকে, চিকিৎসা শেষে ৩ হাজার ৯৫ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন।
আরও পড়ুন
শুক্রবার ১৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
জালটাবের সভাপতি আনছারুল, সাধারণ সম্পাদক ওকাবায়াশি পুনঃনির্বাচিত
পুলিশ কনস্টেবলসহ ৩ মাদক কারবারি আটক