January 9, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, September 30th, 2021, 7:58 pm

ডেঙ্গুতে আক্রান্ত হওয়ায় বিশ্বকাপ নিয়ে শঙ্কায় হাফিজ

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

ডেঙ্গুতে আক্রান্ত হওয়ায় চলমান জাতীয় টি-টোয়েন্টি চ্যাম্পিয়নশিপ থেকে বাদ পড়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক মোহাম্মদ হাফিজ। এতে সংযুক্ত আরব আমিরাতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও তার খেলা নিয়ে সংশয় তৈরি হয়েছে। ডেঙ্গুতে আক্রান্ত হবার পর লাহোরে নিজ বাড়িতে চিকিৎসাধীন আছেন হাফিজ। ১৭ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপের আগে হাফিজ ফিটনেস ফিরে পাবেন কি-না, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। হাফিজের ব্যাপারে স্থানীয় চিকিৎসক বলেন, ‘এটি ডেঙ্গু ভাইরাসের তীব্রতার উপর নির্ভর করে।। কিন্তু হ্যা, এটি এমন একটি রোগ যা একজনকে বেশ দুর্বল করে ফেলে এবং প্লাটেলসগুলো পুনরায় তৈরি করতে এবং পুরোপুরি সুস্থ হতে প্রায় এক মাস সময় লাগে।’
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, বোর্ডের মেডিকেল প্যানেল হাফিজের সাথে যোগাযোগ করছে এবং তার চিকিৎসা ও সুস্থতার উপর নজর রাখছে। ১৪ অক্টোবর বিশ্বকাপের জন্য পাকিস্তান দল দেশ ছাড়বে বলে আশা করা হচ্ছে। শুরুতে জাতীয় চ্যাম্পিয়নশিপের প্রথম লেগের জন্য রাওয়ালপিন্ডির টিম হোটেলে থাকাকালীন খাদ্যে বিষক্রিয়ায় ভুগছিলেন হাফিজ। কিন্তু তার অবস্থার উন্নতি না হওয়ায়, লাহোরে যাবার পর সেখানে হাফিজের ডেঙ্গু ধরা পড়ে। ইতোমধ্যে বিশ্বকাপের জন্য দল ঘোষনা করেছে পাকিস্তান। তবে আগামী ১০ অক্টোবরের মধ্যে সেই ঘোষিত স্কোয়াড পরিবর্তনের সুযোগ পাচ্ছে অংশগ্রহনকারী দলগুলো।