November 14, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, November 13th, 2025, 5:12 pm

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৩৩ জন

 

দেশে ডেঙ্গুর প্রভাবে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৮৩৩ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকা সিটি করপোরেশনের ২৮৩ জন, আর বাকি ৫৫০ জন ঢাকা সিটির বাইরে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

চলতি বছর এখন পর্যন্ত ৮২ হাজার ৬০৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৭৮ হাজার ৮৪৮ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন, আর ৩২৬ জনের মৃত্যু হয়েছে।

উল্লেখ্য, ২০২৩ সালে দেশে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ডেঙ্গু পরিস্থিতি দেখা দিয়েছিল। সে বছর ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন আক্রান্ত এবং ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়েছিল।

এনএনবাংলা/