November 26, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, November 26th, 2025, 7:44 pm

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৬১৫

 

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। ফলে চলতি বছরে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৭০ জনে। একই সময়ে সারাদেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ৬১৫ জন রোগী ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানায়, জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯২ হাজার ২১৭ জন।

নতুন ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭৭ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৮৫ জন এবং ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরে ১২৮ জন রোগী রয়েছেন। ঢাকা উত্তর সিটিতে ১২৬ জন এবং ঢাকা দক্ষিণ সিটিতে ১০৩ জন রোগী ভর্তি হয়েছেন।

এ ছাড়া খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৭ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৪ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২২ জন এবং সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩ জন নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

এনএনবাংলা/