ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে আরও চারজনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছরের মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৯২ জনে। একই সময়ে নতুন করে ৮৪৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
রোববার (২৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ১৬৬ জন, চট্টগ্রাম বিভাগে ৯১ জন, ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) ১৬৪ জন, ঢাকা উত্তর সিটিতে ৯৭ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১১২ জন, খুলনা বিভাগে ১০১ জন, ময়মনসিংহ বিভাগে ৩৭ জন, রাজশাহী বিভাগে ৫৪ জন, রংপুর বিভাগে ১৭ জন এবং সিলেট বিভাগে ৬ জন রয়েছেন।
এ সময়ে মারা যাওয়া চারজনের মধ্যে দুইজন ঢাকা দক্ষিণ সিটি এবং দুইজন ঢাকা উত্তর সিটির বাসিন্দা।
চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত সারাদেশে মোট ৪৬ হাজার ৫১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
প্রসঙ্গত, গত ২০২৪ সালে (১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত) দেশে ডেঙ্গুতে আক্রান্ত হন এক লাখ এক হাজার ২১৪ জন এবং মৃত্যুবরণ করেন ৫৭৫ জন। এর আগের বছর ২০২৩ সালে আক্রান্ত হন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন এবং মারা যান এক হাজার ৭০৫ জন।
এনএনবাংলা/
আরও পড়ুন
ঢাকায় ডেঙ্গুতে ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৮১
সাইবার হামলার আশঙ্কায় দেশের সব বিমানবন্দরে সতর্কতা জারি
সাবেক অতিরিক্ত সচিব হারুনের জমি-ফ্ল্যাট জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ