October 20, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, October 20th, 2025, 6:19 pm

ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, আক্রান্তের সংখ্যা ছাড়াল ৬০ হাজার

ফাইল ফটো

 

দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব ক্রমেই বাড়ছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) নতুন করে আরও ৯৪২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬০ হাজার ৭৯১ জনে।

একই সময়ে ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু হয়েছে। ফলে এ বছর এ পর্যন্ত মোট ২৪৯ জনের প্রাণহানি ঘটল। সোমবার (২০ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত প্রতিদিনের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় মারা যাওয়া চারজনের মধ্যে দুইজন রাজশাহী বিভাগে, একজন ময়মনসিংহ বিভাগে এবং একজন ঢাকা দক্ষিণ সিটিতে বাস করতেন। এ সময় ৮৯১ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

তথ্য অনুযায়ী, নতুন আক্রান্তদের মধ্যে ৬৫ দশমিক ৩ শতাংশই পুরুষ। ভর্তি রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ২১ থেকে ২৫ বছর বয়সী তরুণ-তরুণী।

চলতি বছরের শুরু থেকেই ডেঙ্গুর সংক্রমণ ঊর্ধ্বমুখী ধারায় রয়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, আবহাওয়া অনুকূলে থাকায় এডিস মশার প্রজনন আরও বাড়তে পারে—তাই সচেতনতা ও মশা নিধন কার্যক্রম জোরদারের পরামর্শ দিয়েছেন তারা।

এনএনবাংলা/