দেশজুড়ে ডেঙ্গুর প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু হয়েছে এবং ১,১৪৭ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
সোমবার (৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে— ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৬৬ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৮৪ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৪৫ জন, চট্টগ্রাম বিভাগে (সিটির বাইরে) ৯৮ জন, বরিশাল বিভাগে (সিটির বাইরে) ১৩২ জন, খুলনা বিভাগে (সিটির বাইরে) ৫৯ জন, ময়মনসিংহ বিভাগে (সিটির বাইরে) ৬৫ জন, রাজশাহী বিভাগে (সিটির বাইরে) ৭০ জন, রংপুর বিভাগে (সিটির বাইরে) ১৯ জন, সিলেট বিভাগে (সিটির বাইরে) ৯ জন ভর্তি হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় ১,০৪২ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এখন পর্যন্ত ৬৯,৪৫২ জন রোগী সুস্থ হয়েছেন। ২০২৫ সালের ৩ নভেম্বর পর্যন্ত দেশে মোট ৭২,৮২২ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন; এর মধ্যে ৬২.২% পুরুষ এবং ৩৭.৮% নারী।
এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ২৮৮ জনের মৃত্যু হয়েছে। তুলনামূলকভাবে, ২০২৪ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল ১,০১,২১৪ জন, মারা গেছেন ৫৭৫ জন। ২০২৩ সালে আক্রান্ত হয়েছিল ৩,২১,১৭৯ জন, মৃত্যুর সংখ্যা ছিল ১,৭০৫ জন।
বিশেষজ্ঞরা বলছেন, এখনো আবহাওয়ার পরিবর্তন না হওয়ায় ডেঙ্গুর সংক্রমণ কমেনি। তাই সবাইকে মশা প্রতিরোধে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
এনএনবাংলা/

আরও পড়ুন
মনোনয়ন বঞ্চিত দুদু, তালিকায় নেই আব্দুস সালামের নাম
বিএনপি’র মনোনয়ন না পেয়ে এক্সপ্রেসওয়েতে টায়ার জ্বালিয়ে অবরোধ
বিএনপির প্রার্থী তালিকায় খালেদা জিয়াসহ নয় নারী